শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিকারাগুয়ায় ৭.২ মাত্রার ভূমিকম্প, আশঙ্কা সুনামিরও

 

আন্তর্জাতিক ডেস্ক :মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় হারিকেন ‘ওটটো’ আঘাত হানতে শুরু করার কিছুক্ষন পরই সেখানে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের পর মধ্য আমেরিকার ৩০০ কিলোমিটার উপকূলজুড়ে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

155331nicaragua

এর আগে প্রবল বেগে ধেয়ে যাওয়া হারিকেন ‘ওটটো’র প্রভাবে পাশ্ববর্তী কোস্টারিকায় জরুরি অবস্থা জারি করা হয়। এক টুইটার বার্তায় দেশটির প্রেসিডেন্ট লুইস গুইয়েরমো সলিস দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান।

জানা যায়, দক্ষিণাঞ্চলীয় শহর সান হুয়ান দ্য নিকারাগুয়ার কাছের উপকূলভাগে সামুদ্রিক এই ঝড়টি প্রথম আঘাত হানে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে। এখন এটি প্রবল বেগে পশ্চিমাঞ্চলের লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এ মুহূর্তে ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ মাইল বা ১৭৫ কিলোমিটার বলে নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়।