শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৪ বছর পর তুষারপাত হচ্ছে জাপানে!

tokyoআন্তর্জাতিক ডেস্ক : ১৯৬২ সালে শেষ বার তুষারপাত হয়েছিল জাপানের রাজধানী টোকিওতে। সে বছরের নভেম্বর মাসে টোকিওর মধ্যাঞ্চলে বেশ তুষার পড়েছিল। এর পর আর তুষার দেখেনি টোকিওবাসী। মাঝে দিয়ে পার হয়ে গেছে ৫৪টি বছর। এ বছর ফের শুরু হয়েছে তুষারপাত। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে অনেক জাপানি নাগরিকই তুষারপাতকে স্বপ্ন ভেবে ভুল করেছেন।

বছরের এ সময়টায় জাপানে খুব একটা ঠাণ্ডা পড়ে না। কিন্তু তুষারপাতের কারণে আবহাওয়ায় এখন বেশ শীত শীত ভাব চলে এসেছে। তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। ভেজা ভেজা বরফ পড়ছে রাজধানী জুড়ে। তাই অগত্যা ছাতা নিয়েই ঘর থেকে বের হতে হচ্ছে টোকিও শহরের বাসিন্দাদের।

তুষারপাতের কালে শহরে ট্রেন ছাড়তেও দেরি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবার দুই সেন্টিমিটার বরফ পড়তে পারে। বেশি তুষারপাত হবে টোকিওয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায়।