শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান করতে আগাম অনুমোদন লাগবে

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের আগাম অনুমোদন ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা যাবে না।এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল হবে।

edu_ministri1479911583
বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মাধ্যমিক এ কে এম জাকির হোসেন ভূঞা স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ বিষয়ে ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এই পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ইআইআইএন নম্বর দিতে পারবে না। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে, অথচ শিক্ষার্থী ভর্তি হয়নি সেসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হবে।

আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় যাচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া নিম্ন মাধ্যমিক পর্যায় অনুমোদন পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আধীনে ন্যস্ত করা হয়েছে। সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিম্ন মাধ্যমিকের পরবর্তী স্তর অনুমোদন নতুন কলেজ বা একাদশ শ্রেণি খোলার ক্ষেত্রে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে আরো উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের আগাম অনুমোদন ছাড়া মাধ্যমিক পর্যায়ে নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা যাবে না। কোনো এলাকায় প্রয়োজনের চেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতিও দেওয়া হবে না। তবে অনগ্রসর, চরাঞ্চল ও দুর্গম এলাকায় পাঠদানের বিষয়টি বিবেচনা করবে মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন