শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ

 
স্পোর্টস ডেস্ক : শনিবার চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ।বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এবারই প্রথম তারা এই টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল। আজ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

Football_031473006764

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার সকাল ১১টায় ম্যাচটি মাঠে গড়াবে।মূলপর্ব নিশ্চিত হয়ে গেছে বলে আত্মতৃপ্তিতে ভুগতে রাজি নয় বাংলাদেশ দল। শেষ ম্যাচেও জয় চায় তারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন যেমনটি বললেন, ‘আমাদের যে টার্গেট ছিল সেটা পূরণ হয়েছে। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে আমরা মূলপর্ব নিশ্চিত করেছি। কিন্তু ম্যাচ এখনো শেষ হয়নি। আমরা আগের ম্যাচগুলো যেভাবে খেলেছি, সেভাবেই আরব আমিরাতের বিপক্ষেও খেলতে চাই। কাউকেই আমরা ছোট করে দেখতে রাজি নই। নিজেদের শেষ ম্যাচে ইরান-চাইনিজ তাইপে মুখোমুখি হবে। আমরা যদি খারাপ খেলি তাহলে এই দুই দলের সামনেই সুযোগ রয়েছে আমাদের সমান পয়েন্ট পাওয়ার। সেই সুযোগ আমরা দিতে চাই না। শেষ ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামব আমরা।’

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারায় ইরানকে। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে জয় পায় ৫-০ গোলের ব্যবধানে। তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে উড়িয়ে দেয় ১০-০ গোলের ব্যবধানে। আর শনিবার শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে মূলপর্বের টিকিট পায়।