শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্মআপ শেষ, এবার আনুষ্ঠানিক প্রচারণার অপেক্ষা

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হতে বাকি মাত্র দু’সপ্তাহ। চলতি মাসের তৃতীয় ও শেষ সপ্তাহে দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের জাতীয় সম্মেলনে চূড়ান্ত হচ্ছে প্রার্থিতা মনোনয়ন। এ প্রক্রিয়ায় দৃশ্যত এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাষ্ট্রপ্রধানের এ পদে ভোট হবে আগামী ৮ নভেম্বর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি হবে ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন। ইলেকটোরাল পদ্ধতির এ ভোটে নির্বাচিত হবেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট, যিনি আগামী ২০ জানুয়ারি দু’বারের প্রেসিডেন্ট বারাক ওবামার স্থলাভিষিক্ত হবেন।

1391543756961989449

 

প্রার্থিতা চূড়ান্ত হবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে। ডেমোক্র্যাট দলের ৪ দিনের জাতীয় এ সম্মেলন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ফিলাডেলফিয়া সিটির ওয়েলস ফারগো সেন্টারে। চলবে ২৮ জুলাই পর্যন্ত।অন্যদিকে রিপাবলিকান দলের জাতীয় ৪ দিনব্যাপী সম্মেলন ১৮ জুলাই। ওহাইওর ক্লিভল্যান্ড সিটির কুইকেন্স লোন্স এরিনায় অনুষ্ঠেয় এ সম্মেলন চলবে ২১ জুলাই পর্যন্ত ।

 

 

প্রতিদ্বন্দ্বী প্রধান দুই রাজনৈতিক দলের দুই মনোনয়নপ্রত্যাশি হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে নিজ নিজ দলের অন্যদের টপকে উঠে এসেছেন শীর্ষে। গত ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্য দিয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশিদের মধ্যে শুরু হয় প্রাক-প্রাথমিক পর্বের ভোটের লড়াই। ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশিদের মধ্যে ৫০ অঙ্গরাজ্যে দীর্ঘ সাড়ে চার মাসের ভোটের লড়াই শেষ হয় গত ১৪ জুন।অন্যদিকে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশিদের মধ্যে ৫০ অঙ্গরাজ্যে দীর্ঘ সাড়ে চার মাসের ভোটের লড়াই শেষ হয় গত ৭ জুন।

 

 

প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে ডেমোক্র্যাট দলে এগিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। একইভাবে রিপাবলিকান দলে এগিয়ে টেক্সাস ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। দুই দলের এই দুই মনোনয়নপ্রত্যাশি সর্বোচ্চ সংখ্যক দলীয় ডেলিগেটদের ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া দুই স্তরে বিন্যস্ত। প্রথম স্তরে সরাসরি ব্যালট এবং সর্বশেষে জাতীয় সম্মেলনে উপস্থিত হয়ে ডেলিগেটদের সরাসরি সমর্থন।ফিলাডেলফিয়া সিটিতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে ৪ হাজার ৭৬৫ ডেলিগেটের। এরমধ্যে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের যিনি ২ হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন পাবেন তাকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করবে দল।

 

 

 

ওহাইওর ক্লিভল্যান্ড সিটিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ২ হাজার ৪৭০ ডেলিগেট এবং ২ হাজার ৩০২ বিকল্প গেলিগেট অংশ নেবেন। সমর্থনের হিসাবে মনোনয়ন নিশ্চিত হবে রিপাবলিকান দলেও।প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স, ম্যারিল্যান্ডের গভর্নর মাটিন ও’ম্যালি, রোডস আইল্যান্ডের সাবেক গভর্নর লিংকন সাফি, ভার্জিনিয়ার সাবেক সিনেটর জিম ওয়েব এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লরেন্স ল্যাসিগ। প্রাক প্রাথমিকের ভোটাভুটি শুরুর আগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ডেমোক্র্যাট দলের দুই মনোনয়নপ্রত্যাশি জিম ওয়েব ও লিংকন সাফি।

 

 

অন্যদিকে প্রাক-প্রাথমিক এ ভোটের লড়াইয়ে রিপাবলিকার পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরো দেড় ডজনের বেশি মনোয়নপ্রত্যাশি। এ প্রার্থীরা হচ্ছেন, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, ম্যারিল্যান্ডের শৈল্য চিকিৎসক বেন কারসন, নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিসাই, ক্যালিফোর্নিয়ার ব্যবসায়ী কার্লি ফিয়োরিনা, ভার্জিনিয়ার সাবেক গভর্নর জিম গিলমোর, সাউথ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম, আরকানসাসের সাবেক গভর্নর সাইক হাকাবি, লুইজিয়ানার সাবেক গভর্নর ববি জিন্দাল, ওহাইও’র গভর্নর জন ক্যাসিচ, নিউইয়র্কের সাবেক গভর্নর জর্জ পাতাকি, ক্যান্টাকির সিনেটর র‌্যান্ডি পল, টেক্সাসের সাবেক গভর্নর রিক প্যারি, ফ্লোরিডার সিনেটর মার্ক রুবিও, পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক সান্টোরাম এবং উইনকনসিন অঙ্গরাজ্যের সাবেক গভর্নর স্কট ওয়াকার। আইওয়ায় ভোট শুরু হওয়ার আগে প্রাক প্রাথমিক নির্বাচনের এ লড়াই থেকে সরে দাঁড়ান রিক প্যারি, ববি জিন্দাল এবং জর্জ পাতাকি।

 

 

প্রাথমিক বাছাইয়ের এ লড়াইয়ে ডেমোক্র্যাট দলের শেষ অবদি হিলারি ক্লিনটনের সঙ্গে লড়াইয়ে ছিলেন ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স। অন্যদিকে চেষ্টা করেও ডোনাল্ড ট্রাম্পের জয়রথ থামাতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীরা। টেড ক্রুজ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন