খালেদা জিয়ার মোবাইল নেই : রিজভী
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো মোবাইল নেই, তাই তার মোবাইল সিম নিবন্ধন করায় প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়া সিম নিবন্ধন না করায় টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হতাশার জবাবে রবিবার বিকালে রিজভী সাংবাদিকদের একথা জানান।
এর আগে সচিবালয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী খালেদা জিয়া সিম নিবন্ধন করেননি বলে জানান। তিনি আশা করেন খালেদা জিয়া তার সিম নিবন্ধন করবেন।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। তাই তার সিম বায়োমেট্রিক নিবন্ধন করার প্রশ্নই ওঠে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের বাসা ও অফিসে টিঅ্যান্ডটি টেলিফোন আছে। ওই টেলিফোনগুলোই তিনি ব্যবহার করেন।’