শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু নিগ্রহকারীদের পুরুষত্বহীন করবে ইন্দোনেশিয়া

11114আন্তর্জাতিক ডেস্ক : ১৪ বছরের কিশোরীকে গণধর্ষনের পর হত্যার দায়ে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।শিশু যৌন নিগ্রহকারীদের হয় মৃত্যু, না হয় পুরুষত্বহীন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর বক্তব্য, শিশু যৌননিগ্রহ মারাত্মক অপরাধ। তাই অপরাধীদের চরমতম শাস্তিই দেওয়া উচিত।

গতমাসে সুমাত্রার জঙ্গলে এক ১৪ বছরের কিশোরীর নগ্ন দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, ওই কিশোরীকে কয়েকজন কিশোর মিলে গণধর্ষণ করে খুন করে জঙ্গলে ফেলে দেয়। এ ঘটনায় অভিযুক্ত সাত কিশোরকে ইতোমধ্যেই ১০ বছর করে কারাদণ্ড হয়েছে। তবে ইন্দোনেশিয়া সরকার এমন ঘটনা পুরোপুরি রুখতে চায়। এই নৃশংস ঘটনার পরই ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণ রুখতে কড়া আইনের দাবি জানাতে শুরু করে বিরোধীরা। তাদের দাবির যৌক্তিকতা অনুভব করে সরকারও। আর তাই আনা হয়েছে নতুন আইন।

নয়া আইনে বলা হয়েছে, অপরাধের মাত্রা দেখে সাজা হবে। তবে মৃত্যুদণ্ড বা ওষুধ প্রয়োগ করে পুরুষত্বহীন করে দেওয়া হবে। শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের এমন সাজাই হওয়া উচিত।