বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপদ বাড়ছে গেইলের

159স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর অধিনায়ক বিরাট কোহলির সমস্যা বাড়ালেন ক্রিস গেইল। বিগ ব্যাশে তাকে যে আর খেলতে দেখা যাবে না, সেটা গত ২৪ মে স্পষ্ট হয়ে গেছে। পরিস্থিতি এখন যে দিকে মোড় নিচ্ছে তাতে আগামী আইপিএলেও হয়তো আর দেখা যাবে না ক্যারিবিয়ান ব্যাটিং দানবকে। নারীদের বিরুদ্ধে ক্রমাগত আপত্তিজনক মন্তব্যের জেরে এবার গেইলের বিরুদ্ধে নড়েচড়ে বসতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ডের তরফে রাজীব শুক্ল জানিয়েছেন, ‘‘ক্রিকেটারদের কাছ থেকে ভদ্র ব্যবহারই কাম্য। টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের কাছ থেকে সৌজন্য আশা করা হয়। ভাল ব্যবহার করবেন ক্রিকেটাররা এটাই প্রত্যাশিত।’’

বিসিসিআই প্রেসিডেন্ট ও সচিবের কাছে গেইলের প্রসঙ্গ তুলবেন রাজীব। এক্ষেত্রে বিসিসিআই যদি কড়া হয়, গেইলের পরবর্তী আইপিএলে অংশ নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গেইলকে নিয়ে মোটেও ধীরে চলো নীতি নিচ্ছে না। জনসম্মুখে গেইল যে আপত্তিজনক মন্তব্য করে চলেছেন সেটাই ভাল ভাবে নিচ্ছে না আইপিএল কর্তৃপক্ষ। অনেকের ধারণা, পরবর্তী আইপিএল থেকে গেইলকে আর নাও দেখা যেতে পারে।

আইপিএল চলাকালীন গেইলের বিতর্কিত এক সাক্ষাৎকার নিয়েই যত আলোচনা। সাক্ষাৎকারে এক নারী সাংবাদিককে গেইল বলেছেন, ‘‘পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটটা রয়েছে আমার কাছে।’’ সেখানেই না-থেমে গেইল পাল্টা প্রশ্নের আদলে ওই সাংবাদিককে বলেছেন, ‘‘আপনি কি মনে করেন সেই ব্যাট তুলতে পারবেন? সেটা তুলতে হলে দু’টো হাতই ব্যবহার করতে হবে!’’