বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে পার্লামেন্ট হুমকির মুখে বন্ধ

 

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে বৃহস্পতিবার নিরাপত্তাজনিত হুমকির মুখে পার্লামেন্ট ভবন বন্ধ করে দেয়া হয়েছে। তবে নির্ধারিত বার্ষিক বাজেট-২০১৬ পেশ করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে রয়টার্স জানিয়েছে।

2016_05_26_09_43_16_QF04UFQ909t9Iclr5qNV2H4rIOuTXl_original

নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার একটি গাড়ি হঠাৎ করে ওয়ালিংটনে অবস্থিত পার্লামেন্ট ভবনের মূল আঙ্গিনায় প্রবেশ করে। এরপরই নিরাপত্তার স্বার্থে গোটা পার্লামেন্ট ভবন বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা ওই গাড়িটিও জব্দ করেছে। তবে দেশের গোটা নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে নিউজিল্যান্ডের পার্লামেন্ট কর্তৃপক্ষ। যদিও এখন পার্লামেন্ট বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর