শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরী কর্মকর্তাদের তালিকার সমালোচনায় ভারতের নারী পুলিশ কর্মকর্তা

 

 

আন্তর্জাতিক ডেস্ক :মেরিন-জোসেফভারতের সেরা ১০ সুন্দরী নারী কর্মকর্তার একটি তালিকা প্রকাশ করেছিল দেশটির একটি ওয়েবসাইট। ওই তালিকার শিরোনাম ছিল ‘টেন মোস্ট বিউটিফুল আইএএস অ্যান্ড আইপিএস অফিসার্স ইন ইন্ডিয়া’। নিজের ফেসবুকে সেই তালিকা শেয়ার করেন মেরিন জোসেফ নামের দেশটির একজন নারী পুলিশ কর্মকর্তা। এতে তিনি এ ধরনের যৌনতাধর্মী পোস্ট প্রকাশের কঠোর সমালোচনা করেন।
মেরিন জোসেফ ভারতের কেরালা রাজ্যের মুনার এলাকায় পুলিশের অ্যাসিটেন্ট সুপারিনটেনডেন্ট পদে কর্মরত।

IPS-3
ওই পোস্ট শেয়ার করার সময় তিনি লিখেছেন, ভারতের গণমাধ্যম, বিশেষ করে দেশীয় বা স্থানীয় গণমাধ্যম কি ভুল করছে এটা তার একটা যথাযথ যোগফল। এতে পুরুষতান্ত্রিক কাঠামোর প্রসারণে নির্লজ্জভাবে নারীকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়। চেহারা দিয়ে একজন নারীর অবস্থানকে খাটো করা হয়, যা সত্যিই ন্যাক্কারজনক। আপনি কি কখনও বিস্ময় হয়েছেন, কেন আমরা আইএএস ও আইপিএস তালিকায় সবচেয়ে সুদর্শন পুরুষদের দেখতে পাই না?

এ জাতীয় আরও খবর