শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হায়দরাবাদের ‘ভিআইপি’ মুস্তাফিজ

0153593আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্র্যান্ড সাকিব আল হাসান। সেই কবে থেকে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার তিনি। ইংলিশ কাউন্টি, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, এসএলপিএল, পিএসএল—বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের একজনের ডাক পড়বেই। তিনি সাকিব। সেই তিনিও বিস্মিত এবং গর্বিত আইপিএলে মুস্তাফিজুর রহমানের ‘স্টেটাস’ দেখে। বাংলাদেশের বাঁহাতি পেসারের সুবিধার কথা ভেবে যে একজন বাংলাভাষীকে সার্বক্ষণিক নিয়োগ দিয়েছে সানরাইজারস হায়দরাবাদ! এজাতীয় ‘বিশেষ ব্যবস্থা’র উদাহরণ ক্রিকেটবিশ্বেই সম্ভবত নেই। ব্যক্তিগত ম্যানেজার আছে অনেকের, কিন্তু দলের পক্ষ থেকে এমন নিয়োগ ব্যতিক্রমই বটে। হায়দরাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডারসের ম্যাচের বদৌলতে সাকিব আল হাসানের সঙ্গে  একদফা দেখা হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের। হোটেলের সুইমিংপুলের সামনে বসা দুজনের হাস্যোজ্জ্বল সেই ছবি এখনো ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায়। একজন খ্যাতির জগতে যাতায়াতে অভ্যস্ত, অন্যজনের কেবলই অভিষেক। অথচ নবাগতকে নিয়েই নাকি বেশি উচ্ছ্বাস সাকিবের, জানা গেল মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে, ‘হায়দরাবাদ ওকে (মুস্তাফিজ) যে খাতির করছে, সেটা দেখে সাকিব অবাক এবং ভীষণ খুশিও।’ সেই খাতিরের দালিলিক প্রমাণ পাওয়া গেল জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদের কাছে, ‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয়, সে জন্য এক বাঙালি মুসলমান ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দরাবাদ।’ আইপিএলযাত্রার প্রাক্কালে মুস্তাফিজের ভাষাগত সমস্যার কথা ভেবে যাদের প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন মাহমুদ, ‘মুস্তাফিজের নতুন বন্ধু এখন ট্রেন্ট বোল্ট।’ নিউজিল্যান্ডের বাঁহাতি এ পেসারই মাতিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপ। স্যাটেলাইট টিভির যুগে ইংরেজির মতো অতটা জড়তা থাকার কথা নয় মুস্তাফিজের। তবু ইংরেজিভাষী বন্ধু কেন? তাহলে কি মুস্তাফিজের কাছ থেকে ‘কাটার’ রহস্য জানতেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন বোল্ট? নেটে-ড্রেসিংরুমে দেখা মুস্তাফিজকে যতটুকু চিনেছেন মাহমুদ, তাতে ওই সম্ভাবনা দেখছেন না তিনি, ‘কোনো চান্স নেই। ব্যাটসম্যানরা বোলিংরহস্য বুঝে ফেলতে পারে ভেবে নেটেই ও কাটার করে না, আর সেটা শিখিয়ে দেবে বিদেশি কোনো বোলারকে! কোনো সম্ভাবনা নেই।’ নেটে ‘কাটার’ দেন না, তাহলে ম্যাচ প্রস্তুতি হচ্ছে কী করে? সে রহস্যও জানেন মাহমুদ, ‘স্পট বোলিংয়ের সময় করে। ওই সময় তো ব্যাটসম্যান থাকে না।’ মুস্তাফিজ নেটে তামিম ইকবালদের ‘কাটার’ যে দেন না, এ তথ্য সত্যায়ন করলেন মাশরাফিও, ‘আসলেই দেয় না। নেটে বড়জোর নতুন কোনো ডেলিভারি নিয়ে কাজ করে। সাধারণ নেটের পুরোটা সময় লাইন-লেন্থ নিয়েই কাজ করে।’ মুস্তাফিজের এই ‘স্মার্টনেস’ দেখে রীতিমতো মুগ্ধ মাশরাফি, ‘প্রতিভা নিয়ে অনেকেই আসে, কিন্তু মুস্তাফিজের মতো স্মার্ট ক্রিকেটার আমি খুব কম দেখেছি।’ সাতক্ষীরার অজপাড়াগাঁর ছেলের এই ‘চালাকি’ আশাবাদী করে তুলেছে খালেদ মাহমুদকেও, ‘ও অনেক চালাক ছেলে। তার মানে এই নয় যে ও খারাপ। নিজের অস্ত্রটা ও শুধু মাঠেই ব্যবহার করবে, যেন কেউ সেই অস্ত্রটা ভোঁতা করে ফেলতে না পারে।’ এই ‘স্মার্টনেস’ দিয়েই আইপিএল জয় করার পথে মুস্তাফিজ। তাঁর দল প্রথম দুই ম্যাচে হারের পর জিতেছে শেষটি, তবে ওই হারা ম্যাচেও প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ধন্দে রেখেছেন তিনি। তাই দলটির মেন্টর ভি ভি এস লক্ষ্মণ অনায়াসে পাকিস্তানের  মোহাম্মদ আমিরের চেয়ে এগিয়ে রাখছেন মুস্তাফিজকে। ম্যাচ বিশ্লেষণেও বারবারই বলা হচ্ছে—কেন যে মুস্তাফিজকে ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার! ঘটনাক্রম দেখে কে ভাববে, এই প্রথম সঙ্গীসাথিহীন বিদেশে ভিনদেশিদের ভিড়ে সময় কাটছে মুস্তাফিজের? ভাষাগত সমস্যা, খাদ্যাভ্যাস থেকে শুরু করে চারপাশে অচেনা মানুষ, অপরিচিত সংস্কৃতির অনভ্যস্ততা ঝেড়ে মাঠে সেই বাংলাদেশের মুস্তাফিজ। আন্দ্রে রাসেলকে মাটিতে শুইয়ে ফেলেও সেই হাসিতেই সীমাবদ্ধ উচ্ছ্বাস। ‘আসলে যেকোনো পরিস্থিতির সঙ্গে মুস্তাফিজ নিজেকে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। দুইবার ফোনে কথা হয়েছে। খেলা কিংবা অনুশীলন না থাকলে নিজের রুমে ভাইবার, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকে। ক্রিকেট আর নিজের প্রস্তুতি ছাড়া বাইরের আর কোনো বিষয় নিয়ে ওর আগ্রহ নেই,’ বলছিলেন মাহমুদ। বাড়তি তথ্য যোগ করলেন মাশরাফি, ‘দেশেও খেলা না থাকলে রুমেই সময় কাটায় মুস্তাফিজ। এটা করে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে নিজেকে ফিট রাখার জন্য। সত্যি বলতে কি, ওর মাথায় ক্রিকেট ছাড়া আর কিচ্ছু নাই। জানে, ক্রিকেটই ওর ভবিষ্যৎ।’ সব ক্রিকেটারেরই গুরু থাকে, শৈশবের কোচ আছে মুস্তাফিজুর রহমানেরও। তবে তাঁর জগদ্বিখ্যাত ‘কাটার’-এর অনুপ্রেরণা এনামুল হক। জাতীয় দলের এই টপ অর্ডারের পরামর্শেই ‘কাটার’ মুস্তাফিজের আবির্ভাব। নিজের চেষ্টায় রপ্ত করা এ অস্ত্রও তাই ব্যবহার করেন নিজের মতো করে। আন্দ্রে রাসেলকে বোল্ড করার মুহূর্তটা দূর থেকে দেখেও যেমন মাহমুদ বুঝতে পারছেন, ‘আমি নিশ্চিত, রাসেল মারবে ভেবে অন্য কোনো বোলার হলে স্লোয়ার দিত। রাসেলও ভাবেননি পুরো গতিতে ইয়র্কার দেবে মুস্তাফিজ। ওকে একটু হলেও চিনি তো, ওর নিজস্ব একটা চিন্তাধারা আছে। বেশির ভাগ সময়ই দেখেছি ওর চিন্তাটাই ঠিক।’ অভাবিত ইয়র্কারে বোল্ড আন্দ্রে রাসেল সে রাতে ভূমিশয্যা নিয়েছিলেন সম্ভবত বিস্ময়েই। এমন আরো অনেক বিস্ময়কর মুহূর্তের অপেক্ষায় মাশরাফি, ‘চোট না পেলে ১০-১২ বছর দেখবেন মুস্তাফিজকে।’

এ জাতীয় আরও খবর