শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজামী-সাঈদীদের জন্য পান্তা-রুই

7নিউজ ডেস্ক : নববর্ষে কাশিমপুর কারাগারে প্রায় পাঁচ হাজার বন্দির জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এবারের নববর্ষের খাবারে রয়েছে ভাত, পান্তা, রুই মাছ, আলু ভর্তা, মুরগির মাংস, ভুনা খিচুড়ি, সালাদ, আলুর দম, সবজি ও ডাল।

এদিকে সকাল ১১টার দিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন। এর আগে কারাচত্বরে হাতি-ঘোড়া ও ব্যানার-ফেস্টুন নিয়ে নববর্ষের শোভাযাত্রা বের করা হয়। কাশিমপুর কারাগারে বন্দিদের মধ্যে রয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, জামায়াতের মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাইদী ও মীর কাসেম আলী। এছাড়া হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেড় হাজারের বেশি বন্দি ও মহিলা কারাগারে তিনশর উপরে নারী বন্দি রয়েছেন।