শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমি মন্ত্রণালয়ে আউটসোর্সিং নয় : সংসদীয় কমিটি

 

 

নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের অধীন জেলা ও উপজেলা পর্যায়ের তৃতীয় শ্রেণীর পদে আউটসোর্সিং করে কর্মচারী নিয়োগ না দেয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এর পরিবর্তে স্থায়ীভাবে লোক নিয়োগের সুপারিশ করা হয়।জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

songsod20160407124734

 

কমিটি সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ বি এম ফজলে করিম চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, আমিনা আহমেদ বৈঠকে অংশ নেন।বৈঠকে ভূমি প্রশাসন এবং ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান পরিস্থিতি ও সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

 

 

বৈঠকে জানানো হয় যে, সারাদেশে সহকারী কমিশনারের (ভূমি) ১২৬টি পদ খালি রয়েছে যা অতিদ্রুত নিয়োগ দেওয়া প্রয়োজন।
অ্যাসিল্যান্ডদের সরকারি কাজে গতিশীলতা আনয়নের জন্য তাদের পরিবহনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।সরকারি কাজে ভূমি অধিগ্রহন করার ক্ষেত্রে ভূমির মূল্য যাচাইসংক্রান্ত বর্তমান নীতিমালাতে যে পূর্বের ১ বছরের মূল্য যাচাই করার কথা বলা হয়েছে তা সংশোধন করে কমপক্ষে ৩ বছর করা প্রয়োজন বলে মনে করে কমিটি।