শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রী বললেন বাঁশখালীতে ছররা গুলিতেও মানুষ মরেছে

2016_04_07_15_04_48_Bdqwfl6vO8YExIhLm4iocDBKzud5yN_originalনিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলির পাশাপাশি ছররা গুলিতেও মানুষ মরেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন।

বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটে। গত সোমবারের এ ঘটনায় চার ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে প্রশাসন। তবে গুলিতে হতাহতের সংখ্যা আরো বেশি বলে দাবি এলাকাবাসীর।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গণ্ডামারায় জমি অধিগ্রহণের প্রতিবাদে এ বিক্ষোভ হয়। দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের প্রতিবাদ জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা।

আমির হোসেন আমু বলেন, ‘এ ঘটনায় অধিকতর তদন্ত হচ্ছে। পুলিশ সদস্যরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

অন্যের গুলিতে মরলে গ্রামবাসীদের নামে মামলা দেয়া হলো কেন? এ প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘যাই হোক, অধিকতর তদন্ত হচ্ছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।