শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তনু হত্যার বিচারের দাবিতে ২৫ এপ্রিল আধাবেলা ‘হরতাল’

5নিউজ ডেস্ক : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের ২৪ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার না করা হলে ২৫ এপ্রিল আধাবেলা হরতাল পালনের ডাক দিয়েছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্ট মোড়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সম্বনয়ক ও ছাত্র ফেডারেশনে সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।

তিনি বলেন, ‘তনু হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। রাষ্ট্র তদন্ত নামের নানান নাটক শুরু করেছে।’

সোহেল বলেন, ‘সারাদেশে নারীর নিরাপত্তা নেই। অন্যদিকে নিরাপত্তাবাহিনী বাশঁখালীর মতো এলাকায় গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। ছাত্রসমাজ এতোদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। দেশে যে বিচারহীনতার সংস্কৃতি চলছে ছাত্রসমাজ তা রুখে দেবে।’

তিনি আরো বলেন, ‘২৪ এপিলের মধ্যে তনু হত্যকারীর প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করা হলে ২৫ তারিখ আধাবেলা হরতাল পালন করা হবে।’

গত রোববার দেয়া ঘোষণা অনুযায়ী সকাল ১১টার দিকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে জড়ো হন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে দোয়েল চত্বর মোড়ে আসলে পুলিশ তাদের ব্যারিকেডের দিয়ে বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হলে আবার তাদের হাইকোর্ট মোড়ে আবার ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

পরে আন্দোলনকারীরা হাইকোর্ট মোড়ে সমাবেশ করে তাদের কর্মসূচি ঘোষণা করেন। এসময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে প্রগতিশীল ছাত্র জোট ও সামজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ৭ জন আহত হয়েছে বলে তিনি জানান।

রমনা জুনের এডিসি ইব্রাহিম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের সচিবালয় ঘেরাও না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছিলাম। তারপরও সচিবালয় ঘেরাও করতে গেলে আমরা বাধা দিই। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’