বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন : বিএনপির সংবাদ সম্মেলন

download (50)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘোষণা, ভোট ডাকাতির আশংকা ও পুলিশি হয়রানির প্রতিবাদে বিএনপির মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের দক্ষিণ মৌড়াইলস্থ নিজ বাসভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ আশংকা প্রকাশ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সরকার দলীয় প্রার্থীকে জয় করানোর জন্য এজেন্ডা নিয়ে মাঠে কাজ করছেন। জনগন তাদের ভোট দিতে পারবে না। ভোট ডাকাতি হবে। আওয়ামী বাহিনী, পুলিশ, র‌্যাব অজুহাত সৃষ্টি করে আমি ও আমার কর্মীদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট ডাকাতি করবে। এমন কি প্রকাশ্যে ভোট দিতে হবে বলে ঘোষনা দিয়েছে সরকার দলের নেতাকর্মীরা। পুলিশ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযানের নামে অকথ্য নির্যাতন করছে। ইতিমধ্যে ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে মাদ্রাসা ছাত্র-ছাত্রলীগ-পুলিশ ত্রিমুখী সংঘর্ষের মামলায় অর্ন্তভূক্ত করেছে। আমার উপস্থিতিতে আমার প্রচার কাজে লাঠির্চাজ, গ্রেফতার করেছে। আওয়ামীলীগ প্রার্থী অন্যায় ভাবে পাড়ায় পাড়ায় অফিস করছে। কিন্তু আমাকে একটিও অফিস করতে দেয়া হয়নি। নিয়মিত হোন্ডা সহ মিছিল করছে পুলিশ তাদের কিছুই বলছে না অথচ আমরা লিফলেট দিতে গেলেই বাঁধা, আমার সাথে কেউ প্রচারে গেলেই তাকে গ্রেফতার করছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ এখন আওয়ামী পার্টি হিসাবে দায়িত্ব পালন করছে। তিনি প্রশাসনের কাছে দাবী করেন, নিরাপদে ভোটারা যেন কেন্দ্রে গিয়ে গোপনে ভোট দিতে পারে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন,সহসভাপতি জিল্লুর রহমান,এড.শফিকুল ইসলাম,এড.গোলাম সারোয়ার খোকন,যুগ্ম-সম্পাদক এড.আনিছুর রহমান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,বিএনপি নেতা জসীম উদ্দিন রিপন,মোমিনুল হক,এড.মাসুদুল ইসলাম,আবু শামীম মো.আরিফ,শেখ মো.আজিম,মহিলা দল সভাপতি এড.ইসমত আরা,যুবদল আহবায়ক মনির হোসেন,ছাত্রদল সভাপতি শামীম মোল্লা,সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, সহসভাপতি জিল্লুর রহমান, এড. শফিকুল ইসলাম, এড. গোলাম সারোয়ার খোকন, যুগ্ম-সম্পাদক এড.আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর