শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিকের বর্জ্যে কফিনে সরাইল

222মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে সদর উপজেলাধীন নন্দনপুর গ্রাম। সেখানে গড়ে উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। মোট ১৩৮টি ফ্লট বরাদ্ধ দেওয়া হয়েছে। ফলে ওই এলাকায় অর্ধশতাধিক শিল্প কারখানা স্থাপিত হয়েছে। সবকিছু তত্বাবধানের জন্য রয়েছে একটি অফিস। পরিচালক হচ্ছেন সেখানকার প্রশাসনিক প্রধান। শুরু থেকেই বিসিকের বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য ও পানি ছেড়ে দেওয়া হচ্ছে মহাসড়ক সংলগ্ন সওজের খালে। সেই দূর্গন্ধযুক্ত পানি জাফর খা নদ দিয়ে যাচ্ছে সরাইলের সর্বত্র। খোদ এজিএম স্বীকার করেছেন বিসিক প্রতিষ্ঠার পর থেকে অনিয়ম তান্ত্রিক ভাবে বর্জ্য সরাইল উপজেলার সর্বত্র ছড়িয়ে দেয়ার কথা। যার ফলে মাছ ফসল ও পরিবেশের বিপর্যয় ঘটিয়ে সরাইল এখন কফিনে। বিসিক অফিস সূত্রে জানা যায়, ১৯৮৭-৮৮ খ্রিষ্টাব্দে নন্দনপুরে ৯৮ একর জায়গায় স্থাপিত হয় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। প্লট করা হয় ১৩৮ টি। পরে কারখানার জন্য তৈরী হয় ৭১টি প্লট। বর্তমানে ৬৩ টি ক্ষুদ্র কারখানা চালু রয়েছে। সেখানে গড়ে উঠেছে আটা, ময়দা, ঔষধ, মোমবাতি, এ্যালোমুনিয়ামের হাড়ি পাতিল সহ নানা ধরনের কারখানা। আর সোডিয়াম সিলিকেট কারখানা রয়েছে ৬-৮টি। যে গুলোতে উৎপাদন হয় সাবান। মূলত ওই সাবান তৈরীর কারখানা গুলোর বর্জ্য ও ক্যামিকেল মিশ্রিত দূষিত পানি ছেড়ে দেয়া হয়েছে সরাইলে। সরজমিনে দেখা যায়, বিসিকের কারখানা গুলির বর্জ্য বা দূষিত পানি নিস্কাশনের কোন সুব্যবস্থা নেই। মূলত মুন্নি, আলম, আরমান, ইউসুফ, রহিমা-রুবেল কেমিক্যাল কোম্পানী ও কমপ্লিক্ট রাবার ফ্যাক্টরি সহ মোট ৮টি কারখানা থেকে নিয়মিত নির্গত হচ্ছে বর্জ্য। তাদের বর্জ্য ধরে রাখার নিজস্ব কোন ব্যবস্থা নেই। পরিবেশ অধিপ্তরের এ বিষয়ে নেই কোন নড়াচড়া। ওই কারখানা গুলোর বর্জ্য ও দূর্গন্ধযুক্ত পানি মহাসড়কের পাশের সওজের খালে ছেড়ে দেয়া হচ্ছে। সেই খাল দিয়ে পানি বেতবাড়িয়া বিশ্বরোড মোড়ের কালভার্ট দিয়ে সরাইলে প্রবেশ করছে। আশুগঞ্জ থেকে সওজের খাল দিয়ে সবুজ প্রকল্পের পানি আসছে। ওই পানির সাথে মিশছে দূর্গন্ধযুক্ত দূষিত পানি। পানি যাচ্ছে আশুগঞ্জের কিছু এলাকায়। উভয় দিকে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীরা নিয়মিত নাকে রুমাল চেপে পাড় হচ্ছে এ জায়গা। নিয়মিত রোগাক্রান্ত হচ্ছে আশপাশের কিন্ডার গার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়তকারী শিশু শিক্ষার্থীরা। বর্জ্যরে দূর্গন্ধে রাতে সড়কের পাশে বসবাসকারী লোকজন ঘুমোতে পারে না। আর সরাইল কুট্রাপড়া খেলার মাঠের পাশের খাল দিয়ে পানি চলে যাচ্ছে জাফর খা নদে। জাফর খা নদ দিয়ে সরাইলের অলিগলিতে পানি প্রবেশ করছে। সবশেষ একদিকে তিতাস ও অন্য দিকে মেঘনা নদীতে যাচ্ছে ওই পানি। বর্জ্য ও পানির দূর্গন্ধে নিয়মিত দূষিত হচ্ছে পরিবেশ। নষ্ট হচ্ছে ফসলি জমি। দেদারছে মরছে পুকুরের পালিত মাছ। বিশাল ক্ষতির ঘানি টানছে স্থানীয় কৃষক ও মৎস চাষীরা। সরাইল সদর, শাহবাজপুর, নোয়াগাঁও, কালিকচ্ছ, শাহজাদাপুর, পানিশ্বর ও চুন্টা ইউনিয়নের বেশীর ভাগ খাল ও নদী দিয়ে দূষিত ওই পানি প্রবেশ করছে। গত দুই যুগ ধরে সরাইল উপজেলার খাল গুলো মাছ শুন্য হয়ে পড়েছে। ইরি মোসুমে সবুজ প্রকল্পের পানি ওই বর্জ্যরে সাথে মিশে দূষিত হয়। আর এর প্রভাব পড়ে ফসলি জমিতে। মাঠে কাজ করে নানাবিধ (চর্ম রোগ) রোগে আক্রান্ত হচ্ছে কৃষকরা। দিন দিন হ্রাস পাচ্ছে ইরি ধান উৎপাদন। জনস্বার্থে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা সভায় গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। কিন্তু কোন সলিউশন বা প্রতিকার নেই। সম্প্রতি বিসিকের সামনের খাল ড্রেজার দিয়ে খনন করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে আরো দ্রুত গতিতে কম সময়ে সরাইলের দিকে ধেঁয়ে আসছে বর্জ্য। গিলে খাচ্ছে গোটা সরাইলকে। কুট্রাপাড়া গ্রামের বাসিন্ধা মোঃ সেলিম খান, মোঃ আবু আহাম্মদ, মোঃ মাফুজ খান বলেন, গত ২০-২৫ বছর ধরে এ দূর্গন্ধ সহ্য করছি। রাতে ঘুমের সমস্যা হয়। ভাত খেতে বসলে ভমি আসে। বর্জ্যরে কারনে আমাদের জীবন এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আর পারছি না। আমাদেরকে বাঁচান। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ও নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান আবু মুছা ওসমানী মাসুক বলেন, নন্দনপুরের বিসিকের দূষিত বর্জ্যে সরাইল উপজেলায় ফসল উৎপাদন ৭০ ভাগ কমে গেছে। মাঠে কাজ করে কৃষকরা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। ইতিমধ্যে সরাইলে দেশীয় প্রজাতির ছোট মাছের আকাল দেখা দিয়েছে। সরাইলকে রক্ষা করতে বিসিকের বর্জ্য ও দূষিত পানি ছেড়ে দেয়া স্থায়ীভাবে বন্ধ করতে হবে। সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, বিসিকের ওই বিষাক্ত পানির কারনে সরাইলের ফসলের পাশাপাশি কৃষক রোগাক্রান্ত হচ্ছে। জাফর খা নদ হয়ে পড়েছে মাছ শুন্য। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত ভাবে জানিয়েছি। বিসিকের সহকারি জেনারেল ম্যানেজার আবদুল ওয়াদুদ মিয়া বেশ কয়েকটি কারখানার বর্জ্য দীর্ঘদিন ধরে সরাইলের মানুষ ও পরিবেশের জন্য মারাত্বক হুমকি এ কথা স্বীকার করে বলেন, নিয়ম হচ্ছে কারখানা তার নিজস্ব ব্যবস্থাপনায় দূষিত বর্জ্য রাখার ব্যবস্থা করা। কিন্তু আমাদের এখানে অনেকেই এটা মানছে না। আমি বিষয়টি জেলা প্রশাসককে একাধিকবার অবহিত করেছি। সম্প্রতি এক কোম্পানীর ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এখন থেকে যারা বর্জ্য বা পানি ছেড়ে দিবে তাদের গ্যাস ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিএডিসি’র স্থানীয় সহকারি প্রকৌশলী মোঃ জিসান উদ্দিন বিসিকের বর্জ্যে সরাইল ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, এ কারনে কুট্রাপাড়া সিসি প্লানটা ঘনঘন পরিস্কার করতে হয়। বিষয়টি বিসিক কর্তৃপকক্ষকে বারবার জানাচ্ছি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, বর্জ্য ও দূর্গন্ধযুক্ত দূষিত পানি বন্ধ করে সরাইলকে রক্ষা করার বিষয়টি জেলার সভায় জোরালো ভাবে বলেছি। দেখি তারা কি ব্যবস্থা গ্রহন করেন।