শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী জ্বরে কাঁপছে সরাইল : প্রার্থী ৪ শতাধিক

up electionমাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : জাতীয় নির্বাচনের হাওয়া বইছে এখন সরাইলের স্থানীয় সরকার নির্বাচনে। সংসদ সদস্যের প্রতীক পাবেন চেয়ারম্যান প্রার্থীরা। নৌকা ধানের শীষ এখন সোনার হরিণ। তাই বাড়ছে প্রার্থী ও প্রতিদ্বন্ধিতা। কদর বেড়ে গেছে উপজেলা ও জেলার নেতাদের। অনেকে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের কাছে দৌড়ঝাঁপ করছেন। ধরনা দিচ্ছেন তৃণমূলের নেতাদের কাছেও। চুলছেড়া বিম্লেশন চলছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে। মনোনয়ন প্রত্যাশার আবেদনে ভরা পথ প্রান্তর। খালি নেই আনাচে কানাচের দেওয়াল। প্রার্থীদের পছন্দের বড় ভাইদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে সর্বত্র। গ্রামের চায়ের দোকান ও আড্ডায় চলছে পছন্দের প্রার্থীর পক্ষে আলোচনার ঝড়। এ ছাড়া ভোট পাওয়া না পাওয়ার হিসাবও কষছেন অনেকে। দলীয় মনোনয়নকে ঘিরে গ্রামে গঞ্জে আ’লীগের লবিং গ্রুপিং ও কোন্দল এখন ওপেন। এখানকার ৯টি ইউনিয়নেই আওয়ামীলীগ প্রার্থীদের নড়াচড়া বেশী। এখানে গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের ৫ জন, বিএনপি’র ২ জন ও নির্দলীয় ২ জন জয়লাভ করেছিলেন। গত ১৪ ফেব্রুয়ারী থেকে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত বিক্রয় করা হয়েছে দলীয় মনোনয়ন পত্র। ৯ ইউনিয়নে ৭০ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করলেও জমা দিয়েছেন ৫৮ জন। এরমধ্যে অরুয়াইলে ৭ জন, পাকশিমুলে ৯ জন, চুন্টায় ৪ জন, কালিকচ্ছে ৫জন, নোয়াগাঁওয়ে ১০ জন, সরাইল সদরে ৯ জন, পানিশ্বরে ৮ জন ও শাহজাদাপুরে ৫ জন জমা দিয়েছেন দলীয় মনোনয়ন। আর একমাত্র প্রার্থী হওয়ায় আ’লীগের মনোনয়ন নিশ্চিত হয়ে গেছে শাহবাজপুর ইউপি আ’লীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদলের। বাকী ৯ ইউনিয়নে কে হবেন নৌকার (আ’লীগের) কান্ডারী? সেই ঘোষনার অপেক্ষায় রয়েছে দলের নেতা কর্মীরা। আর হামলা মামলায় অনেকটাই কোনঠাসা এখানকার বিএনপি। তাই বিএনপি’র প্রার্থীরা মামলা আতঙ্কে পেছন থেকে উঁকিঝুঁকি দিচ্ছেন। দলীয় নির্দেশনা ও ইচ্ছা থাকা সত্বেও চেয়ারম্যান পদে প্রার্থীতার কথা ঘোষনা দিতে অনেকেই ভয় পাচ্ছেন। দলটির স্থানীয় সিনিয়র নেতারা মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা করছেন। কিছু জায়গায় মুচকি হাঁসছেন মহাজোট সরকারের অন্যতম শরীকদল জাতীয় পার্টীর প্রার্থীরা। স্থানীয় একাধিক প্রবীণ রাজনৈতিক নেতার মন্তব্য-“ সরাইলে আওয়ামীলীগ বিচ্ছিন্ন, বিএনপি নিশ্চিন্ন ফাঁকে চাঙ্গা জাতীয় পার্টী।” তাই সুযোগ কাজে লাগানোর চেষ্টায় আছে স্থানীয় জাপা। তবে এবার চেয়ারম্যান পদে এখানে কিছু উদীয়মান যুবক দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে লড়ছে। প্রথমবারের মত এখানে চেয়ারম্যান পদে তিন ইউনিয়নে ৩ জন মহিলা প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছেন। ভোটের মাঠে কাজ করছেন অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী। এ ছাড়া ইতিমধ্যে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতার কথা ঘোষনা দিয়েছেন শতাধিক নারী। আর সামাজিকতার পাশাপাশি ভোট চাওয়ার কাজ শুরু করেছেন আড়াই শতাধিক ইউপি সদস্য পদ প্রার্থী। হাটে মাঠে ঘাটে সর্বত্রই এখন শুধু নির্বাচনী আলোচনা। গ্রামে পাড়া মহল্লায় চলছে সভা ও বৈঠক। আলাপচারিতায় স্বস্ব প্রার্থীর পক্ষে সাফাই গাইছেন অনেকে। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) গ্রামবাসীকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে সভা করেছেন শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। গ্রামের মানুষের দেওয়া সম্মান তিনি তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। উপস্থিত সকলেই আগামী নির্বাচনে আবার খোকনকেই সমর্থন করেছেন। সরজমিনে গেলে চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মুক্তিযোদ্ধা শেখ সিদ্দিকুর রহমান বলেন, এখানে ৪ বারের চেয়ারম্যান হাবিবুর রহমানের বিকল্প নেই। শিক্ষক থেকে তিনি জনপ্রতিনিধি। নির্লোভী এ ব্যক্তিটি সব সময় জনগনকে নিয়েই ভাবেন। ২৪ বছর ধরে চেয়ারম্যান। তার বাড়ি ঘরের কোন পরিবর্তন নেই। সৎ না হলে এমনটা হত না। একই গ্রামের অমরিত বিশ্বাস বলেন, আমরা চাই পরিবর্তন। চাই তরুন নেতৃত্ব। আমরা সংখ্যালঘু ইচ্ছা থাকলেও সব কথা বলতে পারি না। মনিরুল ইসলাম গরীবের উপকার করে। প্রকাশ্যে যে কোন অন্যায়ের প্রতিবাদ করে। তাই আমরা তাকে চেয়ারম্যান চাই। রসুলপুরের বাসিন্ধা মোঃ লিয়াকত আলী বলেন, বিএনপি থেকে এখানকার একমাত্র প্রার্থী জয়নাল। আমরা এ তরুন রাজনৈতিক নেতাকে সমর্থন করি। নাম প্রকাশ না করার শর্তে অরুয়াইলের একাধিক ব্যক্তি বলেন, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। দুজনই আ’লীগের প্রভাবশালী নেতা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে মাষ্টার্স করা হাকিম মিয়া উপজেলায় তিনবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৫ বছরে মিজান চেয়ারম্যান কিছু উন্নয়ন মূলক কাজ করেছেন। তারা দুইজনের সবচেয়ে খারাপ দিক হচ্ছে কেউই গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন না। শাহবাজপুর গ্রামের ব্যবসায়ি মোঃ নূরুল ইসলাম বলেন, বিনা প্রতিদ্বন্ধিতায় বাদল পেয়েছে দলীয় মনোনয়ন। ঠিক একই ভাবে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। বাদল চেয়ারম্যান হলে গ্রামে কলেজ, ক্লিনিক ও ব্যাংক স্থাপনের পরিকল্পনা রয়েছে। সমাজ সেবক আবদুল আজিজ বলেন, মুক্তিযোদ্ধা খালেদ ভাই এলাকায় খুবই জনপ্রিয়। তিনি কথায় নয়। কাজে বিশ্বাসী। জনগন ভালবাসে বলেই তিনি পরপর ৪ বার শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন। আগামীতেও তিনিই জয়লাভ করবেন। শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ ফজর আলী ও মলাইশ গ্রামের প্রিয়লাল ভৌমিক বলেন, বর্তমান চেয়ারম্যান খোকন একজন সৎ ও যোগ্য লোক। মুক্তিযোদ্ধার সন্তান খোকন ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এ ছাড়া বিকম পাস করা খোকন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রয়াত সফল চেয়ারম্যান আবদুল ময়েজ খানের নাতী খোকন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ন্যায়নীতির কারনে গোটা ইউনিয়নে তার অবস্থান অনেক সুসংহত। পরিচ্ছন্ন ইমেজের কারনে ইউনিয়নের সবার কাছে তার গ্রহন যোগ্যতা রয়েছে। এই ইউনিয়নে খোকনের কোন বিকল্প নেই। নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের একাধিক ভোটার বলেন, এখানে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের চেয়ারম্যান নেই। গত ৫ বছর মাসুক চেয়ারম্যান মোটামুটি ভালই চালিয়েছেন। তবে আগামীতে এ গ্রামের লোকজন হামিদুল হককে নিয়ে স্বপ্ন দেখছেন। কাসরুল ইসলামও এখানকার শক্তিশালী প্রার্থী। সব মিলিয়ে নির্বাচনী জ্বরে কাঁপছে এখন গোটা সরাইল উপজেলা। ২০১৬ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থীতার ঘোষনা দিয়েছেন তারা হলেন-
অরুয়াইল ইউনিয়ন:
নৌকার জন্য লড়ছেন- বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাকিম, মোঃ কুতুব উদ্দিন ভূঁইয়া, ইউপি আ’লীগের সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি মোঃ বোরহান মিয়া, সম্পাদক মোঃ জাবেদ আল-হাসান ও মোঃ নাজিম উদ্দিন ভাষানী (কেন্দ্রীয় ছাত্রলীগ)। বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা হলেন- মোঃ ইয়াকুব মিয়া, মোঃ আব্দুর রউফ, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ নূর উদ্দিন। জাতীয় পার্টী থেকে-ইউপি জাতীয় পার্টীর সভাপতি মোঃ মোখলেছুর রহমান, মোঃ মোশাররফ হোসেন ভূইয়া আর স্বতন্ত্র প্রার্থী মোঃ নোয়াব মিয়া।
পাকশিমুল ইউনিয়ন:
আ’লীগের প্রার্থীরা হলেন- ইউপি আ’লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফয়েজ আহাম্মেদ, বেবী ইয়াসমীন, ডাঃ মোঃ আব্দুল্লাহ, কুতুবুল আলম, মোঃ আলফু মিয়া, মোঃ আবু ছায়েম (আওয়াল), ফরিদ উদ্দিন চৌধুরী ও মোঃ হাবিবুর রহমান। বিএনপি থেকে মোঃ সরাফত আলী, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ আব্দুল্লা, মোঃ আল-আমীন। ইসলামী ঐক্যজোট থেকে সাবেক চেয়ারম্যান মুফতি মোঃ আলী আজম।
চুন্টা ইউনিয়ন:
আওয়ামীলীগের প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান, ইউপি আ’লীগের সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ইউপি যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম (পল্লী চিকিৎসক) ও মোঃ বয়েত উল্যা। বিএনপি’র জয়নাল আবেদীন রাজু, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আসাদ উল্লাহ ও জাতীয় পার্টী থেকে মোঃ জাহাঙ্গীর মিয়া।
কালিকচ্ছ ইউনিয়ন:
আওয়ামীলীগ থেকে মহিলা আ’লীগের উপজেলা শাখার সভানেত্রী রোকেয়া বেগম, ইউপি সভাপতি আবু মুছা মৃধা, সম্পাদক মোঃ ছলিম উদ্দিন, সাবেক সম্পাদক মোঃ মজিবুর রহমান, যুবলীগ নেতা মোঃ আলী মিয়া। বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ তকদির হোসেন, অহিদুজ্জামান লস্কর ও ইসলামী ঐক্যজোট থেকে সাবেক চেয়ারম্যান আহমাদুর রহমান। জাতীয় পার্টী থেকে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাফত আলী, সাবেক ইউপি সদস্য মোঃ জজ মিয়া, বর্তমান ইউপি সদস্য মোঃ ছায়েদ মিয়া ও নির্দলীয় প্রার্থী মোঃ আলীজান।
নোয়াগাঁও ইউনিয়ন:
এ ইউনিয়নে ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ হামিদুল হক, সম্পাদক শফিকুল ইসলাম মুন্সী, যুবলীগ সভাপতি শরীফ মৃধা গাজী, মোঃ আফতাব মিয়া, মোঃ কামরুল ইসলাম, মোঃ ইসরাফিল শাহ, কাজল চৌধুরী, মোঃ এনাম খাঁন, আবেদুর রহমান শাহিন ও শেখ মুছলে উদ্দিন। বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান আবু মুসা উসমানী মাসুক ও সাবেক চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ।
শাহবাজপুর ইউনিয়ন:
এখানে আওয়ামীলীগের সমজোতা সমগ্র উপজেলায় রেকর্ড। যুবলীগ সভাপতি সহ তিনজন দলীয় মনোনয়ন ক্রয় করলেও ইউপি আ’লীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সরে দাঁড়িয়েছেন অপর দুইজন। আর বিএনপি থেকে সাদেকুর রহমান রঞ্জন, উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আবুল হোসেন ছোট্রু, নির্দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ওসমান উদ্দিন খালেদ ও ইউপি যুবলীগের সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি।
সরাইল সদর ইউনিয়ন:
আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নাল উদ্দিন, মোঃ রতন বক্স, নাজমা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, হাজী ইকবাল হোসেন, মোঃ হাকিম মিয়া, মোঃ ইউনুছ মিয়া ও মেহেদী হাসান হালিম। বিএনপি’র প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কাজল মিয়া, মোঃ আফজাল হোসেন, উপজেলা যুবদলের সম্পাদক মো: জহির উদ্দিন ভূঁইয়া ও ছাত্রদলের সম্পাদক আবদুল জব্বার। জাতীয় পার্টী থেকে মোঃ রহমত হোসেন।
পানিশ্বর ইউনিয়ন:
আ’লীগের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক, ইউপি আ’লীগের সভাপতি মোঃ দীন ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মোঃ জিয়াউল হক (জজ মিয়া), জামাল মাহমুদ, মোঃ মলাই মিয়া, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আবু হানিফ ও মোঃ আখতার হোসেন। বিএনপি’র প্রার্থী সাবেক ইউপি সদস্য মোবারক আলী, মোঃ সাচ্চু মিয়া, মোঃ রতন মিয়া ও মোঃ খোকন মিয়া। জাতীয় পার্টীর প্রার্থী মোঃ ওসমান চৌধুরী।
শাহজাদাপুর ইউনিয়ন:
এখানে আ’লীগ দলীয় প্রার্থীরা হচ্ছেন- উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, মোঃ শহিদুজ্জামান মাষ্টার, সত্যেন্দ্র মোহন সরকার সেন্টু, সাবেক চেয়ারম্যান ও আ’লীগের সম্পাদক সায়েফ উল্লাহ ঠাকুর ও আরিফ চৌধুরী শিপন। বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট সোহেল রানা খাদেম ও অ্যডভোকেট মাহাবুবুল বারী সরকার বুলবুল। জাতীয় পার্টী থেকে মোঃ সিরাজুল ইসলাম খাদেম।