শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি ককটেল,ইসলামি বই উদ্ধার, মালিক আটক

B Baria map mainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসী থেকে ৯ টি ককটেল ও কিছু ইসলামি বই উদ্ধার করেছে পুলিশ। এসময় ফার্মেসী মালিক শওকত আলীকে (৫৫) আটক করা হয়। গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শওকত আলীর পরিবারের দাবী ছোট ভাই মাহফুজ হত্যার বাদী হওয়া ও জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হত্যার আসামী ও স্ত্রী তাকে ফাঁসিয়ে দিয়েছে। পুলিশও আলামত দেখে প্রাথমিক তদন্তে তাকে ফঁসিয়ে দেয়া হয়ে থাকতে পারে বলেই ধারনা করছেন। শওকত নবীনগর উপজেলার বীরগাও ইউনিয়নের আমতলী গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। সে নয়নপুর এলাকায় ভাড়ায় থেকে ঔষধের ব্যবসা করতো। সদর থানার এসআই নারায়ন চন্দ্র দাস বলেন, সোমবার রাত ৯ টার দিকে ফোনে খবর আসে নয়নপুর বাজারে মার্জিয়া নূর ফার্মেসীতে ৩ দিন ধরে বিস্ফোরক রাখা আছে। সেখানে অভিযান করে ফার্মেসীর পিছনের গুদাম ঘর থেকে একটি প্যাকেটে রাখা ৯ টি ককটেল ও কিছু ইসলামি বই উদ্ধার করি। আমাদের অভিযানের কিছু আগে একজন অপরিচিত নারী ফার্মেসীতে ইনজেকশন পুশ করতে গিয়ে বোরকা খুলতে পিছনের কক্ষে যায়। আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি। পুলিশের হাতে আটক শওকত আলীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মাজু জানান, আমার ভাইকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। গত ৫ বছর পূর্বে আমার সিঙ্গাপুর প্রবাসী ছোট ভাই মাহফুজকে মাধবপুর নিয়ে তার স্ত্রী শামসুন্নাহার পরকীয়া প্রেমের জের ধরে প্রেমিক আলফুকে নিয়ে খুন করে।এ ঘটনায় শওকত আলী বাদী হয়ে মামলা দেন। এছাড়া শামসুন্নাহারের সাথে পারিবারিক জমি নিয়েও বিরোধ আছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, ঘটনার নানা দিক পর্যালোচনা করে বিষয়টি নিয়ে আমাদের সন্দেহ সৃষ্টি হয়েছে। ব্যাপক তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে শওকত দোষী না নির্দোষী।