শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষের যে গুণে আকৃষ্ট হন নারী!

b2a0e574758b98a82218c5b6ff50c492লাইফস্টাইল ডেস্ক : সব মেয়েরাই চায় তাদের জীবন সঙ্গী হবেন সবার থেকে আলাদা। তাদের মনের মতো। শুধু তাই নয় মনের মানুষটির থাকতে হবে আকর্ষণ করার ক্ষমতা৷ কিন্তু একজন নারী ঠিক কি চান তা সচরাচর বুঝতে পারেন না অনেক পুরুষই৷ নারীরা পুরুষের মাঝে কি খোঁজেন? পুরুষের কোন গুণ সবচেয়ে বেশি আর্কষণ করে একজন নারীকে?
একদল বিজ্ঞাবীর মনেই উঁকি দেয় এই প্রশ্ন৷ তাই নারীর মনের খোঁজ নিতে গবেষণা শুরু করেন তারা৷ এই গবেষণা থেকেই জানা যায় এইজন নারীর কাছে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় গুণ হল তার কন্ঠস্বর৷
বৈজ্ঞানিকদের দাবি, পুরুষের কন্ঠ শুনেই নারীরা কল্পনা করে নিতে পারেন সেই পুরুষকে কেমন দেখতে৷ বিজ্ঞানিরা এই গবেষণায় দেখেন, পুরুষের কন্ঠস্বর নারীর মনে গভীর আলোড়ন সৃষ্টি করে৷ কেবল কন্ঠস্বরের মধ্যমেই পুরুষের দেহের গঠন, উচ্চতা, রসবোধ আন্দাজ করে নিতে পারেন একজন নারী৷ গবেষকেরা জানিয়েছেন, আসলে শব্দের স্পন্দন ও কন্ঠস্বরের ওঠানামাই হল আসল বিষয়৷ একজন পুরুষ কি বলছে, কিভাবে বলছেন তা এক্ষেত্রে একটুও গুরুত্বপূর্ণ নয়৷
ইউনির্ভাসিটি কলেজ অফ লন্ডনের এই গবেষণা থেকে আরও জানা যায়, পুরুষের ক্ষেত্রে ভারী কন্ঠস্বর ও নারীদের সরু কন্ঠস্বর হলে তারা বেশি আকর্ষণীয় হন৷ ফলে এতে শ্রোতা তার চেহার মনে মনেই কল্পনা করে নিতে পারেন৷ রীতিমতো হাতে কলমে পরীক্ষা করেই এই সিদ্ধান্তে পৌঁচেছেন গবেষকেরা৷ এই গবেষণা ১০ জন মহিলাকে রেকর্ড করা পুরুষকন্ঠ শোনানো হয়৷ এর পরিপ্রেক্ষিতে মহিলাদের মন্তব্যও রেকর্ড করা হয়৷ দেখা গেছে, প্রত্যেক মহিলাই পুরুষের কন্ঠস্বর শুনে তার চেহারা, যৌনতা এমনকি তাকে কেমন দেখতে তা আঁচ করার চেষ্টাও করেছেন৷ মহিলাদের উত্তর থেকে গবেষকেরা আরও বেশ কিথু প্রবণতা লক্ষ করেছেন৷ যেমন, কোন পুরুষের কন্ঠস্বর ভারি হলে এবং কন্ঠস্ব কম কাঁপলে মহিলারা সেটি বেশি পছন্দ করেন৷