স্বামী আটক স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আলীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফেরদৌসি মিরাকে (২২) আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে স্বামী জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের সরসকাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরে মিরা ও জামালের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। রবিবার রাতে এ নিয়ে ঝগড়ার পর রাতের কোনও এক সময় মিরা বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, স্ত্রীকে আত্মহত্যায় প্রচারণার অভিযোগে স্বামী জামালকে আটক করা হয়েছে। মিরার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।