রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরাজের লক্ষ্য জাতীয় দলে ১০ বছর খেলা

photo-1455372930যুব বিশ্বকাপে বাংলাদেশের পথচলা শেষ। বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজেরও হয়তো আর বেশিদিন অনূর্ধ্ব-১৯ দলে খেলা হবে না। তরুণদের ক্রিকেটে যেভাবে পারফর্ম করে যাচ্ছেন, এটুকু বলা যায় জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন এই তরুণ অলরাউন্ডার। তাই এবার জাতীয় দলে সুযোগ পেলে অন্তত ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চান তিনি।

এবারের যুব বিশ্বকাপে মেহেদি হাসান ব্যাট ও বল হাতে দারুণ সাফল্য দেখিয়েছেন। ৬০.৫০ গড়ে ব্যাট হাতে ছয় ম্যাচ থেকে তাঁর সংগ্রহ ২৪২ রান। আর বল হাতে ছয় ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট। তাঁর এই দারুণ কীর্তি নির্বাচকদের নিশ্চয়ই ভাবাচ্ছে।

শনিবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় স্থান নিধারণী ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘জাতীয় দলে খেলা কার না লক্ষ্য থাকে, আমারও আছে। আমি চাই জাতীয় দলে খেলতে, এর চেয়ে ভালো পারফর্ম করতে। তবে তার আগে আমি আমার ভুলগুলো শুধরাতে চাই। তাহলে জাতীয় দলে খেলা আমার জন্য সুবিধাই হবে।’

জাতীয় দলে ১০ বছর খেলার লক্ষ্যের কথাও বলেন তিনি, ‘পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে নিশ্চয়ই একদিন জাতীয় দলে সুযোগ পাব। সুযোগ পেলে টানা ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই। দেশকে সাফল্য এনে দিতে চাই।’

বাংলাদেশ অধিনায়ক তাঁর আপাতত লক্ষের কথা বলেন, ‘অনেকদিন ধরেই ক্রিকেটের মধ্যে ছিলাম। এখন কিছুদিন বিশ্রাম নেওয়াই হচ্ছে আমার আপাতত লক্ষ্য। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য প্রস্তুতি নেব।’