শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে পিডিবি’র বকেয়া বিল ১০ কোটি : সরকারি প্রতিষ্ঠানে ৩৪ লক্ষাধিক টাকা

B Baria mapসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইল পিডিবি’র গ্রাহক সংখ্যা ২০ সহ¯্রাধিক। সকল অনিয়ম দূর্নীতি ধূঁয়ে মুছে স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। কৌশলে গ্রাহকদের ধরিয়ে দেয়া হেেয়ছে ডিজিটাল মিটার। কিন্তু থেমে নেই ভৌতিক বিলের ছাপ। এখনো সমগ্র উপজেলায় গ্রাহক বকেয়া বিল ১০ কোটি টাকারও বেশী। শুধু সরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের কাছেই পিডিবি’র পাওনা ৩৪ লক্ষাধিক টাকা। তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হয়নি কোন সময়। অথচ ২০-৩০ হাজার টাকা বকেয়া থাকলেই সাধারন গ্রাহকের ঘাড়ে ছেপে বসে বিদ্যুত আইনের মামলা। বিচ্ছিন্ন করে দেয়া হয় সংযোগ। মাঝে মধ্যে ঘটে থাকে মাল ক্রোকের ঘটনা। স্থানীয় পিডিবি অফিস ও গ্রাহক সূত্রে জানা যায়, গোটা উপজেলায় এখন গ্রাহক সংখ্যা ২০ হাজারেরও অধিক। ভৌতিক বিল ও অনিয়মের ঘেরাকলে জর্জরিত ছিল এখানকার গ্রাহকরা। মিটারের রিডিংয়ের চেয়ে কয়েকগুন বেশী বিল গুনতে হত তাদের। এ নিয়ে গ্রাহকদের মধ্যে বিরাজ করত হতাশা ও উত্তেজনা। মাস শেষে তারা বিদ্যুত অফিসে ভির করে চিৎকার করত। পিডিবি’র কর্মচারীদের হেনস্তা করা ও অফিসে তালা দেয়ার ঘটনাও ঘটেছে। মিছিল হয়েছে। ইউএনও বরাবরে দেওয়া হয়েছে স্মারকলিপি। কৌশলে স্থানীয় পিডিবি একটি সংস্থার পত্র দেখিয়ে গ্রাহকদের পূর্বের স্বচ্ছল এনালগ মিটার নামিয়ে ডিজিটাল মিটার লাগানোর নির্দেশ দেয়। এ ক্ষেত্রে পিডিবি’র পাওনা কড়ায় গন্ডায় আদায় করা হলেও গ্রাহকদের ২-১০ হাজার ইউনিটের অগ্রিম নেয়া বিলের কোন ফয়সালা হয়নি আদৌ। সব অনিয়ম দূর্নীতি দূর করে স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষে গত দেড় বছর ধরে কাজ করছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়। তারপরও গোটা উপজেলায় পিডিবি’র বকেয়া বিলের পরিমান ১০ কোটি টাকারও বেশী। শুধু সরকারি অফিস, হাসপাতাল, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তাদের বকেয়া ৩৪ লক্ষাধিক টাকা। খোদ পিডিবি অফিসের বকেয়া অর্ধলক্ষাধিক টাকা। এ ছাড়া সরাইল থানার (হিসাব নং-ই-৮৬) ১ লাখ ২৪ হাজার ৯১৬ টাকা, শাহবাজপুর পুলিশ ফাঁড়ি (হিসাব নং-ই- ৮৯৭) ১ লাখ ৯ হাজার ১৪৬ টাকা, উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর (হিসাব নং-ই- ৩৯৫) ৩ লাখ ৩৪ হাজার ৪৫৭ টাকা, পাম্প হাউজ (হিসাব নং-জে-৭) ৪ লাখ ৭৪ হাজার ৮৩৫ টাকা, সরাইল সদর ইউপি (হিসাব নং- ই-১৮) ১ লাখ ৩২ হাজার ৯৮৬ টাকা, কালিকচ্ছ ইউপি (হিসাব নং-ই- ৮০) ১ লাখ ২৭ হাজার ৭৭৬ টাকা, শাহজাদাপুর ইউপি (হিসাব নং-ই-১৫০৩) ১ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা, চুন্টা ইউপি (হিসাব নং-ই-৫০৩) ৫৩ হাজার ১১৫ টাকা, শাহবাজপুর ইউপি (হিসাব নং-ই-১৪৯২) ১ লাখ ১৮ হাজার ২০ টাকা, মাধ্যমিক শিক্ষা অফিস রিসোর্স সেন্টার পরিদর্শন অফিস অন্নদা স্কুল সহ কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া বিল ২ লাখ ৬৬ হাজার ৯৬৫ টাকা, সরাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স (হিসাব নং-ডি-৩৭ ও ২১৫) ৩ লাখ ৮৩ হাজার ১৮৬ টাকা, সদর তহশিলদার অফিস (হিসাব নং- ই-৭৫৭ ও ১১৯৫) ১ লাখ ৮ হাজার ৭৩৪ টাকা, সাবরেজিষ্ট্রার অফিস (হিসাব নং-ই-৯৮৭) ৫২ হাজার ১৯৬ টাকা, সেটেলমেন্ট অফিস (ই-১৭১৩) ১৬ হাজার ৭’শ টাকা, জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় (ই-১৯৬) ৬৪ হাজার ৯’শ টাকা, উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয় (নং-ই-১৫৪৯) ৪১ হাজার ৪৪৭ টাকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (নং-ই-১৫৪৮) ৯৩ হাজার ৩৮১ টাকা ও মহিলা অধিদপ্তর (নং-ই-৪০১) ১৬ হাজার ৭৬৪ টাকা বকেয়া । এ ছাড়া আরো অনেক সরকারি দফতরে মোটা অংকের বিল বকেয়া রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি কখনো। বিচ্ছিন্ন করা হয়নি সংযোগ। নিয়মিত মামলা ও সংযোগ বিচ্ছিন্নের শিকার হচ্ছেন সাধারন গ্রাহকরা। বিল বকেয়ার দায়ে মামলার আসামী হন সাবেক বিজিবি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মিজানুর রহমানের ছেলে স্বপন। বকেয়া পরিশোধের পরও পুলিশ তার বাড়ির মালামাল ক্রোক করতে গিয়েছিল। মুশফিকুর রহমান তপন বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা। কিন্তু ৩০-৪০ হাজার টাকা বকেয়া হওয়ার পরই মামলা হয়ে গেল। কিন্তু অনেক প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তির লক্ষাধিক টাকা বকেয়া থাকার পরও তাদের বিরুদ্ধে মামলা হয় না। গ্রাহক মনির হোসেন বলেন, ডিজিটাল মিটার লাগানোর পরও বিদ্যুত অফিসের কাছে আমি ৫ হাজার ইউনিট পাওনা। অথচ বর্তমানে আমাকে মাসে ১০-১৫ হাজার টাকা বিল পরিশোধ করতে হচ্ছে। নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) সুব্রত রায় বলেন, সাধারন গ্রাহকের বকেয়া কম। মসজিদ মাদরাসা মন্দির ও সরকারি প্রতিষ্ঠানে বকেয়া বেশী। নোটিশ করিনি। সরকারি অফিস গুলোতে আমি নিজে যায়। তারা বাজেট আসলে একবারে বড় এমাউন্ট নিয়মিত জমা দেন। বকেয়া পূর্বের তুলনায় অনেক কমে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, সরকারি দফতরে বকেয়া বিলের বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

 

এ জাতীয় আরও খবর