শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেফারতিতির সমাধি

news-image

তিন হাজার বছর আগে দৃশ্যপট থেকে হারিয়ে গিয়েছিলেন মিসরের রানী নেফারতিতি; কিন্তু ইতিহাসে তার নাম রয়েছে, তাই তার কবর আবিষ্কারে প্রত্নতত্ত্ববিদদের যত্নের শেষ নেই। কিন্তু অসংখ্য পিরামিডের কোনটায় শুয়ে আছেন মিসরের সৌন্দর্যের প্রতিমা রানী? বের করাটা সহজ কর্ম নয়।

natahirতাই বলে হাল ছাড়েননি পুরাতত্ত্ববিদরা। তবে হাওয়ার্ড কার্টারের আগে রানীর সমাধির খোঁজ বের করতে পারেননি কেউ। অবশ্য আরেকজন ব্রিটিশ পুরাতত্ত্ববিদ নিকোলাস রিভস মনে করতেন, রানী নেফারতিতির জন্য আলাদা কোনো কবর নেই। তিনি চিরশয়ান আছেন রাজা তুতেনখামেনের কবরেই। তবে তুতেনখামেনের সঙ্গে নয়, ভিন্নভাবে সমাহিত অবস্থায়। রিভসের থিওরিতে নড়েচড়ে বসেন বিশ্বের তাবৎ মিসরবিদরা; কিন্তু নেফারতিতিকে নিয়ে রহস্যের শুরু তো আরও হাজার হাজার বছর আগে থেকে। নানা রকম তত্ত্ব, তথ্য ও অনুমানের ওপর ভিত্তি করে তুতেনখামেনের কবরের ভেতরেই নেফারতিতিকে খোঁজা শুরু হয়েছে। তবে একটা সন্দেহ ফের জেগে উঠতে শুরু করেছে। সেটা হলো, যুবক তুতেনখামেনের জীবনে নারীর প্রাচুর্য ছিল খুব বেশি। রিভস যেসব চিহ্ন ধরে তুতেনখামেনের কবরের ভেতরে যে নারীকে নেফারতিতি হিসেবে ভাবছেন, সে নারী নেফারতিতি না হয়ে তুতেনখামেনের কোনো প্রিয়তমা নারীর কবরও তো হতে পারে। সিএনএন।