শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির গোলে বার্সেলোনার জয়

news-image

মাত্রই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন লিওনেল মেসি। আর আনন্দের এই ব্যাপারটি তিনি উদযাপন করলেন স্প্যানিশ লিগে বার্সেলোনাকে জয় পাইয়ে দিয়ে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বেঞ্চ থেকে উঠে এসে জয়সূচক গোলটি করেছেন মেসি। তার আগে ফার্নান্দো তরেসের গোলে আতলেতিকো এগিয়ে যায় নিজের মাঠ ভিসেন্তে ক্যালডেরনে। কিন্তু নেইমার দ্রুতই সেই গোল শোধ করে দেন। আর মেসি ২-১ এ দলকে জিতিয়ে তিন পয়েন্ট এনে দেন।

দুই দলই তাদের প্রথম দুই ম্যাচ জিতেছে। কিন্তু জয়ের রেকর্ড ধরে রাখলো বার্সা। স্প্যানিশ রাজধানীতে তারা টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। পেছন থেকে উঠে এসে তিন পয়েন্ট তুলে নিয়েছে। তিন খেলায় ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বার্সেলোনা। আতলেতিকোর অবস্থান পঞ্চম। স্বাগতিক দল শুরুতেই সুযোগ পেয়েছিল গোলের। হুয়ানফ্রান একটি বল তৈরি করে দেন তরেসকে। কিন্তু তরেসের ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। কাতালানরা লড়াইয়ে ফেরে। ১৫ মিনিটের সময় হুমকি হয়ে ওঠেন ইভান রাকিতিচ। আন্দ্রেস ইনিয়েস্তা বল বানিয়ে দেন রাকিতিচকে। গোলকিপার ইয়ান ওবলাক ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের চেস্টা। এরপর গ্রিজমানের কাছ থেকে বল পেয়ে তরেস প্রবল শট নিয়েছিলেন। লক্ষ্যভেদ করতে পারেন নি। ২৫ মিনিটে বার্সেলোনা গোল পেয়ে গিয়েছিল প্রায়। এবার লুই সুয়ারেসের শট ওবলাক ঠেকিয়ে দেন। খুব কাছ থেকে নেয়া শট ছিল। বিরতির মিনিট দশেক আগে আবারো গোলের কাছাকাছি পৌঁছে যায় বার্সা। জেরেমি ম্যাথিউ বল দেন সুয়ারেসকে। তিনি খুঁজে পান নেইমারকে। কিন্তু নেইমারের শট ঠেকিয়ে দেয়া হয়। দ্বিতীয়ার্ধে আতলেতিকোর শুরুটা হয়েছে চমৎকার। আগ্রাসী। তরেসের ক্রস হাভিয়ের মাচেরানো সম্ভবত ইচ্ছে করেই হাতে লাগিয়েছিলেন। কিন্তু পেনাল্টি পায়নি আতলেতিকো। তবে এর কিছুক্ষণ পরই উল্লাসে মেতে ওঠে আতলেতিকো। তিয়াগো বার্সেলোনার ডিফেন্স ভাঙ্গেন। তরেসকে দারুণ পাস দেন। ৫১ মিনিটে ঠাণ্ডা মাথায় গোল করে তরেস ১-০ এর লিড এনে দেন আতলেতিকোকে। এই লিড ধরে রাখতে পারেনি আতলেতিকো। মাত্র ৪ মিনিট পরই তাদের উল্লাস থেমে যায়। চমৎকার এক ফ্রি কিকে গোল করেন নেইমার। সমতা আসে খেলায়। আতলেতিকোর বদলী খেলোয়াড় কারাসকো ভাগ্য পরীক্ষা করেছিলেন। ডান পায়ে শট নিয়েছিলেন গোল বারে। তের স্তেগান দূর্বল সেই শট রুখে দেন। এরপর সাইড বেঞ্চ থেকে উঠে আসেন মেসি। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সুয়ারেস গোলের বল তৈরি করে দেন। ২৮ বছর বয়সী মেসি দারুণ ফিনিশিংয়ে নিজের খাতা খোলেন। দল পায় ২-১ গোলের লিড। আর শেষ পর্যন্ত ৭৭ মিনিটের এই গোলটি হয়ে যায় জয়সূচক।
মার্তিনেজ বদলী হয়ে এসে ব্যবধান ২-২ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তের স্তেগান ঠেকিয়ে দেন তার শট। জয় নিয়ে মাঠ ছাড়ে

এ জাতীয় আরও খবর