শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খোলা আকাশের নিচে চলছে ক্লাস

news-image

আকাশে মেঘ দেখলেই ছুটি হয়ে যায় স্কুল। রোদের তীব্রতা বাড়লে ক্লাসের বিরতি চলে। এভাবেই প্রায় গত এক সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে পাঠদান চলছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ‘ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ। হঠাৎ স্কুল ভবনে ফাটল দেখা দেয়ায় ধসে পড়ার আতঙ্কে বাইরে ত্রিপল বিছিয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। সরজমিন দেখা যায়, বিদ্যালয় চত্বরে পাকা সড়কের পাশে গাছতলায় ত্রিপল বিছিয়ে শিশু শ্রেণীর কোমলমতি শিক্ষার্থী ক্লাস করছে। গাছের পাতার ফাঁক দিয়ে কারও গায়ে রোদ পড়ছে। রাস্তায় যানবাহন চলাচল করায় ধুলাবালি উড়ে এসে শিশুদের গায়ে লাগছে। এ অবস্থায় কখনো দাঁড়িয়ে আবার কখনও বসে পাঠ নিতে হচ্ছে শিক্ষকদের। আবার বৃষ্টি এলেই পাঠদান বন্ধ হয়ে যায়। সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনটি অনেক পুরনো। এই ভবনটির ছাদ জরাজীর্ণ, দেয়ালের ইট-সুরকি খসে পড়ছে। ফলে স্কুলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাসের একটি কমিউনিটি ক্লিনিকে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, স্কুলের ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে। এজন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেতে দেরি হলে ভবনের ছাদ ভেঙে ফেলে টিন দিয়ে সংস্কার করে কার্যক্রম চালানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) শাহ্‌ আলম জানান, স্কুলটি ১৯৯৫ সালে ৩৩ শতাংশ জমির ওপর বেসরকারিভাবে নির্মাণ করেন ঝাউচর এলাকার স্থানীয় বাসিন্দা হাজী সাইজউদ্দিন ও রহমত আলী দেওয়ান। পরে ২০১৩ সালে স্কুলটি সরকারিকরণ করা হয়। স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা রয়েছে ২২৮ জন। আর শিক্ষক রয়েছে মোট চারজন। সম্প্রতি কয়েক বছর সংস্কার না করায় হঠাৎ ছাদের আস্তর ও বিম খসে পড়ে। পুরো ভবনটি ফাটল দেখা দিয়েছে, খসে খসে পড়ছে ভবনের বিম, ছাদের সুরকি। ফলে এ ভবনে ক্লাস নিতে সাহস পাচ্ছেন না শিক্ষকরা। ভবন ধসের ভয়ে ছাত্র-ছাত্রীরাও স্কুলে আসা কমিয়ে দিয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা জানান, বিষয়টি তিনি লিখিতভাবে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অবহিত করেছেন। তার প্রেক্ষিতে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ গত ১৬ই আগস্ট স্কুল ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। 


তিনি বলেন, ২২৮ জন শিক্ষার্থীর মধ্যে বর্তমানে অর্ধেকরও বেশি শিক্ষার্থী স্কুলে আসছে না। এদিকে অভিভাবকরা বিষয়টি নিয়ে মিটিং করে ঐ ভবনে তাদের ছেলে- মেয়েদের পাঠাবে না বলে জানিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, রোদ-বৃষ্টির মধ্যেও খোলা আকাশের নিচে ক্লাস চলছে। তবে মাঝে মধ্যে বৃষ্টি আসলে সকলেই পার্শ্ববর্তী কমিউনিটি ক্লিনিকের ভিতরে আশ্রয় নেয়।