শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আধ ঘন্টা বিলম্বে শুরু হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের পরীক্ষা

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের একটি পরীক্ষা পিছিয়ে দেয়ার ঘটনা আলোচনায় এসেছে। বৃহস্পতিবার কলেজের দ্বাদশ শ্রেনীর ২য় বর্ষের অর্ধ বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষায় এই ঘটনা ঘটে। দুপুর ২ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার আগে ক্লাসে ক্লাসে নোটিশ পাঠিয়ে আধ ঘন্টা পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। কলেজ অধ্যক্ষ মো: হানিফের নির্দেশে অনিবার্য কারনবশ:ত এই পরীক্ষা পেছানোর কথা বলা হয় নোটিশে। দুপুর ২ টার পরিবর্তে পরীক্ষা শুরু করা হয় আড়াইটায়। পরীক্ষার্থীরা জানিয়েছেন- কলেজের একজন অতিথি শিক্ষক ওসমান গনি সজিবের মা ইন্তেকাল করায় তার নামাজে জানাযার জন্যে এদিন পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। প্রশ্ন উঠেছে এই কারনে পরীক্ষা পেছানো যায় কিনা। এ বিষয়ে কথা বলার জন্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো: হানিফ এর মোবাইল  নাম্বারে আজ শুক্রবার সন্ধ্যায় ৫ বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।