বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানি বন্ধের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না -মুসলিম যুবশক্তি

news-image

সব কোরবানির পশু এক জায়গায় নিয়ে জবাই করার প্রস্তাব ও সরকারের তালিকাবদ্ধ জবাইকারী নিয়োগ কোরবানি বন্ধের গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ এ নিয়ম মেনে নেবে না। গত বছর সিটি কর্পোরেশন থেকে কোরবানি বর্জ্যরে জন্য পলিথিন ব্যাগ দেয়ার প্রকল্প দুর্নীতির ফলে ব্যর্থ হয়ে গেছে। নতুন আইনে সিটি কর্পোরেশনকে কোরবানি ব্যবস্থাপনার দায়িত্ব দিলে ঈদুল আজহা ও কোরবানিই বন্ধ হতে পারে। যারা জনগণের দৈনন্দিন নাগরিক অধিকার দিতে যুগ যুগ ধরে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তাদের হাতে ৯৩ ভাগ মানুষের ধর্মীয় বিধান নিরাপদ হতে পারে না। গতকাল এক বিবৃতিতে মুসলিম যুবশক্তির যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোসাদ্দেক বিল্লাহ এসব কথা বলেন।ব্লগার নীলাদ্রি নিলয় হত্যাকা- সম্পর্কে একটি মহলের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এটি ধর্মের নামে খুন নয়। কোনো ধর্মীয় গোষ্ঠী এমন অমানবিক কাজ করতে পারে না। ইসলামে বিশ্বাসী কোনো লোক জুমার নামাজ রেখে মানুষ খুন করতে যেতে পারে না। এসব হত্যাকা-ের পেছনে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। ব্লগার নাম দিয়ে সংখ্যালঘুসহ নানা সময়ে যাদের রহস্যজনক উপায়ে খুন করা হয়েছে তাদের খুনীদের খুঁজে বের করে আইনে আওতায় আনার মাধ্যমে ধর্ম ও ধর্মপ্রাণ শ্রেণীর ওপর নগ্ন দোষারোপ বন্ধ করা সরকারের কর্তব্য। কেননা অপপ্রচার ও ব্লেম গেইম কোনোদিনই কল্যাণ বয়ে আনে না।জাতীয় নাগরিক সমাজব্লগার হত্যার রহস্য উন্মোচন না করে এর দায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের উপর চাপানোর কালো রাজনীতি বন্ধ না করলে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। দিন-দুপুরে ঘরের ভেতর দলবদ্ধ খুনিরা কুপিয়ে মানুষ মেরে নিরাপদে চলে যাওয়া থেকেই বোঝা যায় আইন-শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে। সরকারের উচিত তালিকাবদ্ধ ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করা। সম্প্রতি নিহত নীলাদ্রির স্ত্রী ও শ্যালিকা পরিচয় দানকারিনীদের যখন তার মা-বাবা ও বোন চিনতেনই না তখন তাদের রহস্যও খুঁজে বের করা দরকার। তা ছাড়া নীলাদ্রি পুলিশের কাছে গেলে কেন তার জিডি গ্রহণ না করে বিদেশ চলে যেতে বলা হল, এ বিষয়টিও তলিয়ে দেখা প্রয়োজন। গতকাল জাতীয় নাগরিক সমাজ ঢাকা মহানগরী শাখার আহ্বায়ক মো. আলতাফ হোসেন চৌধুরী এক বিবৃতিতে একথা বলেন।জুমার নামাজ চলাকালীন হত্যাকারীরা নির্বিঘেœ পাঁচ তলা বাড়িতে ঢুকে একটি লোককে কুপিয়ে হত্যা করে হাওয়া হয়ে গেল। তারা না কি আল্লাহ আকবার বলে চিৎকারও করেছে। একি মগের মুল্লুক? না কি তারা আকাশে উড়ে বা হাওয়ায় মিলিয়ে গেল? এ সবের রহস্য খুঁজে প্রকৃত খুনীদের না ধরে অনেকেই ইসলাম ও মুসলমানদের অন্ধভাবে গালাগাল এবং বদনাম শুরু করেছে। জনগণ এ সব নিয়ে খুব দ্বিধা সংশয় ও উদ্বেগে রয়েছে। প্রকৃত খুনীদের অবিলম্বে খুঁজে বের করে সংশয় ও সন্দেহ দূর করা সরকারের দায়িত্ব। তিনি ব্লগার হত্যা, গণধর্ষণ, শিশু হত্যা, নিষ্ঠুরতা ও সহিংসতার সব ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।