বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিতে শিক্ষক ছাত্রলীগ মুখোমুখি

news-image

ক্যাম্পাস প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মুখোমুখী অবস্থান করছে আন্দোলনকারী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র শিক্ষকরা এবং সাধারন শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে উপাচার্য ভবন অবরোধ করে আন্দোলনকরী শিক্ষকরা। সকাল দশটায় তিনটি আবাসিক হল থেকে ছাত্রলীকর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়। পরে সোয়া দশটায় ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ উপাচার্যভবনের সামনে আন্দোলনকরী শিক্ষকের মুখোমুখী অবস্থান নেয় ছাত্রলীগকর্মীরা।এছাড়া উপাচার্য সমর্থিত শিক্ষকরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন জানান, সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় ভাল নেই।
বিশ্ববিদ্যালয়ে কোন কিছুই ভালভাবে চলছে না। দুশ্চিন্তায় আমি নিজেও ক্লাস নিতে পারছি না। বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত শীঘ্রই সম্ভব এ অবস্থার নিরসন করতে হবে।