শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই হাজার একর পরিত্যক্ত জমি বেদখলে

news-image

জাতীয় সংসদ ভবন থেকে: ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিত্যক্ত জমির মধ্যে ২ হাজার ১০ দশমিক ৩৯৯ একর জমি বেদখলে রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। 

শনিবার (২০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সারাদেশে ভূমি মন্ত্রণালয়ের প্রায় ৬ হাজার ৭ শত ৯৮ দশমিক ৫৮৮ একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে। তারমধ্যে সরকারের দখলে ৩ হাজার ৮ শত ৯৮ দশমিক ১৩৬ একর এবং সরকারের বেদখলে ২ হাজার ১০ দশমিক ৩৯৯ একর। এ ছাড়াও পূর্ত, শিল্প, তথ্য, অর্থ, বাণিজ্য, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনেও পরিত্যক্ত সম্পত্তি রয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে খাসজমির পরিমাণ (কৃষি) ২১ লাখ ১ হাজার ৫ শত ৫৯ দশমিক ২৮৮৩ একর এবং খাসজমির পরিমাণ (অকৃষি) ১৭ লাখ ৬৯ হাজার ৩৮৫ দশমিক ০৪৫৪ একর। উক্ত জমির মধ্য নিষ্কন্টক কৃষিজমির পরিমাণ ৯ লাখ ৩৬ হাজার ৯৫৭ একর এবং নিষ্কন্টক অকৃষি জমির পরিমাণ ১০ লাখ ৫৪ হাজার ২৮৮ দশমিক ৭৭ একর। 

নুরুল ইসলাম মিলনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৩-১৪ অর্থবছরের ভূমি উন্নয়ন করের পরিমাণ ৩৫৬ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ২০২ টাকা। 

২০১৪-১৫ অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের পরিমাণ ২৬৪ কোটি ৭০ লাখ ৬ হাজার ৯৭৭ টাকা।

 

এ জাতীয় আরও খবর