শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাইয়ে ভারি বর্ষণ: ট্রেন চলাচল স্থগিত, স্কুল বন্ধ

news-image
মুম্বাইয়ে ভারি বর্ষণে বৃষ্টির পানি জমে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছে। শহরের অধিকাংশ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। পাশাপাশি নগরীর সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে বিএমসি। ভারি বৃষ্টির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর এনডিটিভির। রেললাইন জলমগ্ন থাকার কারণে হারবার লাইনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া, ছত্রপতি শিবাজি টার্মিনাল ও কুরলা এলাকার কেন্দ্রীয় রেললাইনেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ দিকে, শহরতলির বাস চলাচলের সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসীর। দাহার, বাইকুল্লা, জুহু, জোগেশ্বরী, প্যারেল, সান্তাক্রুজ, হিন্দমাতা, মাহিম ও ওরলি এলাকায় বৃষ্টির পানি জমে বন্যা দেখা দিয়েছে। একেবারে প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—ভারি বর্ষণ ও জলমগ্নতার কারণে মুম্বাইয়ের কেন্দ্রীয় ও মাতুঙ্গা এলাকার অধিকাংশ ট্রেনচলাচল বন্ধ রয়েছে। এদিকে, শুক্রবার দুপুর ২টা পর্যন্ত মুম্বাই শহরে ঢেউয়ের উচ্চতা ৪ দশমিক ৬০ মিটার পর্যন্ত ছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে—শুক্রবার মুম্বাইয়ে ১৭০ মিলিমিটার ও শহরতলিতে  ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। পাশাপাশি, মুম্বাই ও কংকান উপকূলীয় এলাকায় আগামী দুই দিন ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর