শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শেকড়ের সন্ধানে’ গ্রন্থের প্রকাশনা এবং গুণিজন সংবর্ধনা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন (পিএসএফ) এর এক যুগ পূর্তি ও ‘শেকড়ের সন্ধানে’ গ্রন্থের প্রকাশনা এবং গুণিজন সংবর্ধনা উপলক্ষে শনিবার সকালে ঢাকা শিল্পকলা একাডেমির নাটক ও নৃত্যশালা মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, বিশিষ্ট অভিনেতা ও শিক্ষাবিদ ড. ইনামুল হক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি  মোঃ শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু রচিত আশুগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ ও জাতীয় উন্নয়নে এর ভূমিকা ইত্যাদি বিষয়ে প্রচুর তথ্য উপাত্ত, স্থির চিত্র সমৃদ্ধ ‘শেকড়ের সন্ধানে’ গ্রন্থের মোড়ক উন্মেচন করা হয়। এছাড়াও শিক্ষা, সাহিত্য, সমাজসেবা, ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অধ্যক্ষ শেখ আবু হামেদ, হাজী আঃ জলিল, জনাব মোঃ শাহজাহান মিয়া, কবি শিহাব সরকার, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) জামাল উদ্দিন আহমেদ পিএসসি, জনাব সামীম মোহাম্মদ আফজাল এবং হাজী আঃ কুদ্দুছ’কে  ‘পিএসএফ’ সম্মাননা পদক-২০১৪ প্রদান করা হয়।


 

 

এ জাতীয় আরও খবর