শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জ প্রেসক্লাবের ২০ বছর পূর্তি উৎসব আগামীকাল

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উৎসব আগামী কাল শনিবার। এ উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। আয়োজনের একটি অংশে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নে অবদান রাখার জন্য ৬জন গুনী ব্যাক্তিকে দেয়া হচ্ছে প্রেসক্লাব অ্যাওয়ার্ড। প্রতিষ্ঠার ২০ বছর পূর্তিতে প্রেসক্লাব অ্যাওয়ার্ড এর জন্য যারা মনোনিত হয়েছেন তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তদির চৌধুরী (উন্নয়নে), সাহিত্যে ছান্দসিক কবি আব্দুল কাদির (মরনোত্তর) প্রশাসনে সাবেক সচিব শফিউল আলম (মরনোত্তর), শিক্ষা উন্নয়নে হাজী আব্দুল জলিল (মরনোত্তর), কৃষি উন্নয়নে হাজী খুরশিদ সিকদার (মরনোত্তর) ও সমাজসেবায় হাজী মোঃ বজলুর রহমান ভূইয়া (মরনোত্তর)।
প্রেসক্লাব মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে প্রথমপর্বে সকালে কেক কাটা, পূর্ণমিলনী ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে ২০ বছরপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “নবপ্রত্যয়” এর মোড়ক উম্মোচন, সুধী সমাবেশ ও গুনীজন সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদস সদস্য এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা, প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক মো. শাহ আলমগীর, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহম্মেদ ও ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সদস্য সচিব মঈন উদ্দিন মঈন উপস্থিত থাকার কথা রয়েছে। দিনব্যাপী আয়োজনে সভাপতিত্ব করবেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ।

 

এ জাতীয় আরও খবর