শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুতি’র কারণ অতিরিক্ত গতি : বিশেষজ্ঞ; মৃতের সংখ্যা বেড়ে ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ও নিউইয়র্কের মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতির কারণে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসি

ট্রেনটির ব্ল্যাকবক্স বিশ্লেষণ করে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড-এনটিএসবি জানায়, ওই রেলপথে নির্ধারিত গতি ৫০ মাইল। কিন্তু ট্রেনটি ঘণ্টায় ১০৬ মাইল বেগে যাচ্ছিল। চালক জরুরি গতি নিয়ন্ত্রক দিয়ে ট্রেনের গতি কমানোর চেষ্টা করেন। কাজ না হওয়ায় ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়।

ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার প্রাথমিকভাবে বলেন, ‘এটা ভয়াবহ দৃশ্য। জীবনে এমন দৃশ্য দেখিনি। আমরা ট্রেনটির পুরো দৈর্ঘ্য বরাবর হেঁটেছি। এর ইঞ্জিনটা বাকি অংশ থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

বোর্ডের কর্মকর্তা রবার্ট সামওয়াল্ট বলেন, স্টেশনটিতে রেল কোম্পানি অ্যামট্র্যাকের ট্রেন চলাচলের জন্য নির্ধারিত গতি নিয়ন্ত্রক ব্যবস্থা যথাযথভাবে কার্যকর ছিল না। থাকলে এ দুর্ঘটনা ঘটত না।

জরুরি বিভাগের এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে শতাধিক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার সময় ট্রেনে ২৪০ জনের বেশি যাত্রী ছিল।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর