শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লিভার ক্যান্সারে রেডিও ফ্রিকোয়েন্সি

untitled-72_72787

স্বাস্থ্য ডেস্ক : ক্যান্সারের মূল চিকিৎসা হচ্ছে সার্জারি। এসব রোগীর ফলাফলও চমৎকার কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি শতকরা ৮০ ভাগ লিভার ক্যান্সারের রোগীর বিভিন্ন কারণে সার্জারি করা সম্ভব নয়। এসব রোগীর জন্য রেডিও ফ্রিকোয়েন্সি এব্লেশন (RFA) সবচেয়ে বিকল্প কার্যকর চিকিৎসা। কারণ বর্তমান প্রেক্ষাপটে RFA দিয়ে ক্যান্সার টিউমার সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব।

National Institute for Health and Care Excellence (UK), American Society of Clinical Oncologist (USA) ইত্যাদি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিচের উল্লেখ করা লিভার ক্যান্সার রোগীদের জন্য RFA খুবই উপযুক্ত। যাদের লিভার ক্যান্সার টিউমার (৩-৫) সে. মি. এর নিচে তাদের RFA এ দিয়ে চিকিৎসা করে সার্জারির মতো ভালো ফলাফল পাওয়া যায় অথচ পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম। যাদের লিভার ক্যান্সার টিউমার (৫-৮) সে. মি. তাদের RFA এ দিয়ে চিকিৎসা করে দেখা গেছে, ৯০ ভাগ রোগী ১ বছর, ৮০ ভাগ রোগী ২ বছর, ৬৫ ভাগ রোগী ও ৩ বছর সুস্থ থাকে। যাদের লিভার ক্যান্সার টিউমার (১০-১২) সে. মি. তাদের RFA এ দিয়ে চিকিৎসা করে দেখা গেছে, ৮০ ভাগ রোগী ১ বছর, ৬৫ ভাগ ২ বছর ৩০ ভাগ ৩ বছর সুস্থ থাকে। যাদের একাধিক লিভার ক্যান্সার টিউমার আছে। অথচ ৫০ ভাগ লিভার সুস্থ আছে তাদের RFA এ দিয়ে চিকিৎসা করে দেখা গেছে এদের ৮৫ ভাগ রোগী ১ বছর, ৭৫ ভাগ ২ বছর, ৪০ ভাগ ৩ বছর সুস্থ থাকে। এছাড়াও স্তন, থাইরোয়েড, কোলন ও প্রস্টেটসহ অন্যান্য অঙ্গ থেকে লিভারে ছড়িয়ে পড়া ক্যান্সার ধ্বংসেও RFA অত্যন্ত কার্যকর।