শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি নারীদের কান্না মাননীয় প্রধানমন্ত্রী শুনতে পান কী ?(ভিডিওসহ)

Screenshot_2015-3-28 1.10.12ডেস্ক রির্পোট :  বাংলাদেশি নারীদের কান্না মাননীয় প্রধানমন্ত্রী শুনতে পান কী ?৫০ হাজার বাংলাদেশী খাদ্দামা(গৃহপরিচারিকা) আনবে সৌদি-আরব।একজন নারীর জন্য আরব দেশ কতটা নিরাপদ এবং যুক্তিসর্ম্পূণ সেই বিষয়ে কিছু কথা বলব।নিজ পরিবারের সাথে নারী বসবাস প্রবাসে সেইটা ভিন্ন কথা কিন্তু একজন নারী প্রবাসে এসে আরবদের বাড়ীতে কাজ করবে এইটা আমি ভাল-চোখে দেখি না।বাংলাদেশের একটি টিভি পর্দায় দেখলাম খাদ্দামা(গৃহপরিচারিকা) হিসাবে আসার জন্য বিশাল লাইন।লাইনে ধাক্কা-গুতা খেয়ে ঘন্টার পর ঘন্টা হাসি-মুখে দাড়িয়ে আছেন।আমি অবাক এই চিত্র দেখে।এই হাসি-মুখ প্রবাসে আসার পরপরই চরম আর্তনাতে পরিনত হবে এবং সেটা দেখার কেউ থাকবে না এবং পাশাপাশি বির্সজন দিতে হবে মান-সম্মান ইজ্জতসহ সব। বিগত বছরগুলিতে সবচাইতে বেশী খাদ্দামা (গৃহপরিচারিকা) হিসাবে সৌদিআরব এসেছিল ইউথোপিয়া, ইন্দোনেশিয়া, ফিলোপিনো, শ্রীলংকান, ইন্ডিয়ান.তামিল, ইত্যাদি দেশের নারীরা।অভাবে হোক আর স্ব-ইচ্ছায় হোক সৌদি-আরবে আসা সেইসব নারীরা স্বীকার হয়েছেন নির্মম অমানুবিক বর্বতার।একটা বাস্তব ঘটনা বলি।বেশী দিন আগের কথা নয় মাত্র মাস দুই আগের ঘটনা।একজন ফিলোপিনো খাদ্দামা(গৃহপরিচারিকা)হিসাবে রিয়াদের একটি বাসায় কাজ করত।সময় মত কফি বানিয়ে না দেওয়াতে অতি-উত্তপ্ত গরম পানি দিয়ে তাকে দগ্ধ করা হয়।অথচো বেশ কিছু মাস যাবৎ তার বেতনও পরিশোধ করে আসছিলো না ঐ সৌদি-পরিবারটি।এই পোষ্টের ছবিটিই সেই মেয়ে।যেহেতু সে মেয়ে মানুষ তাই তার দেহের সামনের অংশটি দেখালাম না।মাত্র ২৩ বছর ছিল তার।ঘটনাটি যখন প্রকাশ পায় তখন বেরিয়ে আসে অতীতের আরো অনেক লোমহর্ষক ঘটনা।বিগত বছরগুলিতে সবচাইতে বেশী খাদ্দামা(গৃহপরিচারিকা)হিসাবে সৌদিআরব আসার দেশগুলি সিদ্ধান্ত নেয় তারা আর কোনো নারীকে গৃহপরিচারিকা হিসাবে সৌদিআরব পাঠাবে না।বাংলাদেশ থেকে এর আগেও অনেক গৃহপরিচারিকা হিসাবে সৌদিআরব এসেছে কিন্তু এতো বিপুল পরিমান নয়।আর বর্তমানে যারা আসবে তাদের বেতন মাত্র ৫০০SR- ৮০০SR চুক্তিতে আসবে।কাজের কোনো নির্দিষ্ট সময় নেই(রাত দিন নাই সারাক্ষনই কাজ করতে হতে পারে) এবং তেমন কোনো ছুটিও নেই।একজন পুরুষ মানুষের প্রবাসে ভালো না লাগলে বাহিরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করতে পারে কিন্তু একজন নারীর জন্য এটি কখনোই হবে না।৫০০SR- ৮০০SR বাংলাদেশের টাকায় মাত্র ১০,০০০-১৬,০০০টাকা আসবে।কিন্তু তারা যদি বাংলাদেশের গার্মেন্টস বা অন্যকোনো শিল্প প্রতিষ্ঠানে কাজ করে তাহলে কমপক্ষে ৫০০০- ৬,০০০টাকা আয় করতে পারবে।এবং সাথে স্বামী,ছেলে মেয়ের সাথে থাকতে পারবে।এবং আমি মনে করি এটাই প্রকৃত সুখ।আর যারা ধনী হবার মন-মানুষিকতা নিয়ে প্রবাসে আসতে চাই তারা সম্ভাবত নিজের পায়ে নিজ হাতে কুঁড়াল মারলেন।আপনারা যদি এটি যুক্তির্পূণ মনে করেন তাহলে এটি শেয়ার করে সেইসব নারী এবং সেই নারীর পরিবারকে ধনী হবার মনের ভাসনা কীভাবে মৃত্যুর মুখে পতিত হতে পারে তার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে।প্রবাস শুধু মাত্র পুরুষ জাতির জন্য নারী জাতির জন্য নয়।সুতরাং যারা চান না যে তাদের দেশের নারী জাতি এই আরবে এসে চরমভাবে লাঞ্ছিত হোক তারা অবশ্যই বিষয়টি যর্থাথ সিয়ার করে তার নিজ-নৈতিক দ্বায়-ভার থেকে সাবধান করবেন।

http://youtu.be/qFc_F8lM9vE