শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া শহরের রেষ্টুরেন্টে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা : ব্যাপক ভাঙ্গচুর

Brahmanbaria_Attack in Hotelআমিরজাদা চৌধুরী : বাকিতে বিরিয়ানী না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি রেষ্টুরেন্টে হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এসময় ব্যাপক ভাঙ্গচুর চালানো হয়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয় হোটেলের দু-কর্মচারী। হামলাকারী সন্ত্রাসী শহরের মেড্ডা এলাকার পলাশ ও আপেল জেলা ছাত্রলীগের এক নেতার ছত্রছায়ায় সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত বলে জানা গেছে। আজ সোমবার সকালে হামলাকারী সন্ত্রাসীদের পক্ষ হয়ে ঐ রেষ্টুরেন্টে গিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ ঘটনা মিটিয়ে ফেলতে বৈঠক করেন। এসময় সেখানে রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শাহআলমও ছিলেন।  রোববার গভীররাতে শহরের ফরিদুল হুদা রোডের রাঁধুনী হোটেলে এই হামলার ঘটনা ঘটে। হোটেলটির মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম। ফখরুল ও প্রত্যক্ষদর্শী হোটেল কর্মচারিরা জানান,  রাত সাড়ে ১১টার দিকে দুই যুবক হোটেলে এসে মনির হোসেন নামে কর্মচারির কাছে বাকিতে বিরিয়ানি খেতে চায়। ওই কর্মচারি তাদেরকে হোটেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে বলায় যুবকরা তার উপর চড়াও হয়। পরে তারা হোটেল থেকে বের হয়ে কিছুক্ষণ পরই লাঠিসোটা নিয়ে সামনের অংশে ভাংচুর চালায়। গ্রীল মেশিন, কাবাবের ডিশ ও কাঁচের দেয়াল ভাংচুর করে। এসময় সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও মারধোরে আহত হয় হোটেল কর্মচারী মনির হোসেন(২২) ও মো: আরমান(২৫)। সন্ত্রাসীরা হোটেল মালিক ফখরুলকেও মারধোরের চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে আসা সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, হোটেলের লোকজন হামলাকারী সন্ত্রাসীদের চিনতে পেরেছে। তাদের ধরতে অভিযান চালানো হবে। এদিকে আজ সকালে ঘটনাটি মিটিয়ে ফেলতে ঐ হোটেলে যান জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ। হোটেল মালিক ফখরুল ইসলাম বলেন, তারা এসেছিলো ঘটনাটি মিটমাট করতে। এসময় রেস্তরা মালিক সমিতির সভাপতি মো: শাহআলমও ছিলেন। মাসুম আমাকে বলেছে, ঘটনার ভালো বিচার করা হবে। এসময় মাসুম আমাকে আরো বলেছে হামলাকারীরা ছাত্রলীগের মিছিল-টিছিল করে আর তার আত্বীয়। তবে তিনি এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এদিকে ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর