বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একজন গাঁজাখোরের সাক্ষাৎকার

image_17287ডেস্ক রির্পোট :শহীদ মিনার থেকে ফিরে ঢাকাবিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাসায় দীর্ঘক্ষন আড্ডা দিলাম। দুপুরের দিকে বের হয়ে রিক্সা খুঁজতে খুঁজতে আবার শহীদ মিনারের চলে এলাম। ঢাকা মেডিকেল কলেজের গেট থেকে রিক্সা নিয়ে অফিসের দিকে ছুটলাম। রিক্সাওলাকে একটু অস্বাভাবিক মনে হয়েছিল প্রথমেই। একবার জিজ্ঞেসা করে নিশ্চিত হয়ে নিলাম সে অসুস্থ কিনা। উত্তরে অসুস্থতার কথা তীব্র ভাবে নাকচ করে দিল। তবুও তার চালানোর ধরন দেখে পুরো পথেই সন্দেহে ছিলাম কোন বিপদ হয় কিনা। অফিসের কাছে পৌঁছে জিজ্ঞেস করলাম- কোন ভয় নেই, সত্যি বলো, তুমি কি নেশাগ্রস্থ ? উত্তরে জানালো- হ্যা।
জিজ্ঞেস করলাম- কি খেয়েছো ? বলল- গাঁজা খাইছি। নিয়মিত খাই।
অত:পর তার সাথে কথা হলো তার গাঁজা সেবন এবং বর্তমান রাজনীতি এবং অর্থনীতি নিয়ে-
: নাম বলো ?
গাঁজাখোর: মো. জালাল।
: গ্রামের বাড়ি কোথায় ?
গাঁজা খোর: নারায়ন গঞ্জের আড়াই হাজারের মনোহরদি গ্রাম।
 : বাপের নাম কি ?
গাঁজা খোর:মো. জয়নাল আবেদিন।
: ঢাকায় থাকো কোথায় ?
গাঁজা খোর: খিলগাঁও।
 : ছেলে মেয়ে আছে ?
গাঁজা খোর: একছেলে একমেয়ে।
: বউ কি করে ?
গাঁজাখোর: কিছু করে না। একটা বাসায় কাম করে,মাসে ১৫০০টাকা পায়।
: কত বছর রিক্সা চালাও ?
গাঁজা খোর: ধরেন ২৪-২৫ বছর।
: গাঁজা খাও কত বছর ?
গাঁজা খোর: ধরেন ২২ বছর।
: গাঁজায় দৈনিক কত খরচ হয় ?
গাঁজা খোর: ধরেন ২৫ টাকার গাঁজা আর পাচঁ টাকার সিগারেট মোট ৩০ টাকা।
 : গাঁজা খাওয়ার অনুভুতি কেমন ?
গাঁজা খোর: অনুভতি অইলো… ধরেন আপনে আমারে একটা যদি চটকোনা মারেন তাইলে আমি কোন ব্যাথাই পামু না। যদি একটা গাইল দিয়া যান তাইলে কিছুই কমু না,প্রতিবাদ করুম না।
 : বউ কি জানে গাঁজা খাও ?
গাঁজা খোর: আমার চৌদ্দগুষ্ঠি জানে।
 : এতে সবাই তোমাকে ঘৃণা করে না আদর করে ?
গাঁজা খোর: কর্ম না করতে পারলে মা ছাড়া সবাই গিন্না করে আর আমি যদি কর্ম পারি তাইলে গিন্না কেন করবো।
 : বউ ঘৃণা করে না ?
গাঁজা খোর: জানে গাঁজা খাই। তাইলে কেন গিন্না করবো ?
: গাঁজা টেনে যখন রিক্সা চালাও তখন কি মনে হয় না এর ফলে কোন এক্সিডেন্ট হতে পারে ?
গাঁজা খোর: হয় ঠিকই… তয় সাবধানে চালাই।
: গাঁজা টানার পরে একটা গাড়িতো দুইটা দেখার কথা…
গাঁজা খোর: না না নতুন যেরা খায় হেরা দেহে।
: ছেলে-মেয়েরা কি জানে?
গাঁজা খোর: না। ছেলে-মেয়েরা জানে না আমি গাঁজা খাই, বৌ জানে।
 : যদি ছেলে-মেয়েরা জানে ?
গাঁজা খোর: খুব কষ্ট পামু। এর চেয়ে কষ্ট দুনিয়ায় আর নাই।
 : ওদের বয়স কত ?
গাঁজা খোর: মেয়ের বয়স ৭ বৎসর আর ছেলের ১৩ ।
 :ওরা কি করে ?
গাঁজা খোর: ছেলে লেদ মেশিনে কাম করে।
 :লেখাপড়া করাচ্ছোনা কেন ?
গাঁজা খোর: পড়তে চায় না। কি করুম ।
 : জমাজমি আছে?
গাজাখোর : সাত শতাংশ
: বাড়ির যায়গা ?
গাজাখোর : হ – ক্ষেতের যায়গা নাই।
 : ভবিষৎত পরিকল্পনা কি ?
গাজাখোর : সুন্দরভাবে জীবন এই আর কি…..
 : গাজাটাও কি সেই সুন্দর জীবনের অংশ হবে ?
গাজাখোর : না।
 : কাজ করে টাকা কি বৌকে দাও না নিজেই…?
গাজাখোর : না, বৌকে দি, প্রতিদিন বাসায় ৩৫০ টেকা দিতে হয়।
 : মদ খাওয়ার অভ্যাস আছে ?
গাজাখোর : না, বিয়ার আগে খাইছি। যহন গ্লাস ২ টেকা ছিল এহন ২৫টেকা।
 : একজন গাজাখোর হিসেবে রাজনীতি নিয়ে কি চিন্ত করো ?
গাজাখোর : রাজনীতি খুব ভয়াবহ। স্বাধীনের পর কোন সরকার দুইবার আহে নাই, এইবার আইছে। যে আইডিন্টি কাড দিলো হের কি মূল্য রইলো। হেরা ইচ্ছামতো ক্ষমতায় আইলো, ভোটও অইলো না। স্বতন্ত্রও অইলো না, পাবলিক ভোটও দিতে পারলোনা।
 : খালেদা জিয়াকে কেমন মনে হয় ?
গাজাখোর : ওনারে আমার খুব ভাল লাগে, তয় ওনারে ডুবাইছে ওনার ছেলে।
 : ভোট কি বিএনপি কে দাও ?
গাজাখোর : – হ – আমি বিএনপিরে দি।
 : শেখ হাসিনাকে কেমন মনে হয় ?
গাজাখোর : শেখ হাসিনা যুুদিও মনে হয়… তয় সুবিধার না।
 : সুবিধার না?
গাজাখোর : না। কারন আইজ থেইকা ২০/২২ বছর আগে আমার বাপ মারা গেছে, বাপ দাদার কাছে হুনছি শেখ হাসিনার পূর্ব পুরুষ হিন্দু ছিল।
 : তার পূর্ব পুরুষরা শেখ বংশ, আরব থেকে আসা।
গাজাখোর : গেরামে একজনের নাম ধরেন শেক। শেক অইলেই কি আরব থিকা আসা অই যাইবো গা…
 : তাহলে হিন্দু শোনার কারনেই পছন্দ না ?
গাজাখোর : না।
 : খালেদা জিয়া সম্পর্কে ও তো এমন অনেক লোক বলে।
গাজাখোর : কইলে তো অইবো না। জ্ঞানী লোকের কইতে অইবো।
 : জ্ঞানী লোক কে ?
গাজাখোর : আমার বাপ দাদা
 : আচ্ছা! তাহলে জ্ঞানী লোক শুধু তোমার বাপ দাদা ?
গাজাখোর : হ –
 : দেশের অর্থনৈতিক অবস্থা কেমন ?
গাজাখোর : খুব খারাপ অবস্থা।
 : ভাড়াতো আগের চেয়ে বেশি নাও, কামাইতো হচ্ছে বেশ ?
গাজাখোর : বেশি নিলে কি আইবো- এক ক্ষেপ মাইরা অনেকক্ষন বইয়া থাহা লাগে। তারপর…খরচ আছে না! দেশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আরমি পুলিশগো বেতোন বাড়াই দিছে হেরাইতো সব (অনেক কথাই জরানো বোঝা যাচ্ছিলোনা)
 : দেশ স্বাধীন হওয়াটা কি ঠিক ছিল না ভুলছিল ?
গাজাখোর : ভুল ছিল। আমার জ্ঞানে কয় ভুল ছিল ।
 : তোমার বয়স কত ?
গাজাখোর : ৪২
 : তাহলে তুমিতো দেখনি সেই সময়ের অত্যাচার-
গাজাখোর : আমার জ্ঞানে কয় ভুলছিল। যেমন মনে করেন যে সাহিয্যের কতা বইল্লা, টেনিং টুনিং দিয়া বাংলাদেশের দেড়টা (গুন অর্থে) লইয়া গ্যাছেগা ভারত।
 : ভারত নিয়া গেছে ?
গাজাখোর : হ – স্বাধীনতার সময় ভারত দেড়টা বাংলাদেশের সমান যায়গা লইয়া গেছে গা।
 : কথাটি কি আসলেই সত্যি ?
গাজাখোর : হ – আসলেই সত্যি । দেহেন না- এহনও সিমানা লইয়া গোলযোগ অয়, পতাকা বৈঠক অয়-দেহেন না!
 : ভারত যদি বাংলাদেশের যায়গা নিয়ে যেত তাহলে তো সারা পৃথিবীর লোকজন জানত। কিন্তু এমনতো কিছু নাই।
গাজাখোর : মনে করেন আপনে যদি আমারে দশটা টেকা দেন তাইলে আমার মনে অইলো আপনের পিছে একটু খাটি। আর এই সুযোগে লইয়া গেছে গা চামে।
 : যদিও তুমি গাজা খোর কিন্তু খুব ধর্মের কথা বললে, তো- খালেদা জিয়াকে কি খুব ধার্মীক লোক মনে হয় ?
গাজাখোর : ইসলাম যদিও সে পালন না করে তবুও সে মোসলমান।
 : আর শেখ হাসিনা – ?
গাজাখোর : সে মোসলমান না হেইটা বলবো না , তার দাদার দাদারা এক কালে হিন্দু আছিল। এখন তো তারা নামাজ কালাম পইড়া মোসলমান অইছে।
 : সেই কারনে সে ভোট পাবে না ?
গাজাখোর : না ভোট যথেষ্ট পাইছে। মনে করেন যে জোড় কইরা ক্ষমতায় আইছে। ভোট…ভাল ভোটই পায়।
 : – সব মিলিয়ে কি মনে হয় – নির্বাচন এখনই দরকার না পাঁচ বছর পর হলেও চলবে ?
গাজাখোর : জরুলী দরকার।