বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিএসএলভি-র সফল উৎক্ষেপণ ভারতের

94789_india rocketআন্তর্জাতিক ডেস্ক :মহাকাশ গবেষণায় বড়সড় সাফল্য পেয়েছে ভারত। বৃহস্পতিবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে ইসরোর নয়া রকেট জিএসএলভি মার্ক থ্রি। সেইসঙ্গে বর্ষশেষে সাফল্যের নয়া পালক যুক্ত হলো ভারতীয় মহাকাশ গবেষণার মুকুটে। এখন পর্যন্ত এটিই ভারতের সর্ববৃহৎ রকেট। জিএলএলভি মার্ক থ্রি-র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

তিনি ট্যুইট করে বলেন, জিএসএলভি মার্ক থ্রি-র সফল উৎক্ষেপণ বিজ্ঞানীদের মেধা ও পরিশ্রমের জয়।

৬৩০ টনের তিন স্তরবিশিষ্ট এই রকেটে রয়েছে পরীক্ষামূলক ক্রু মডেল। এই রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে মহাকাশচারী পাঠানোর পথে আরো কয়েক ধাপ এগিয়ে গেল

ইসরো। এই ক্রুউ মডেলে একসঙ্গে ২-৩ জন মহাকাশচারী যাত্রা করতে পারেন। ১২ হাজার ৫০০ কোটি টাকার হিউম্যান স্পেস ফাইট মিশনে লক্ষ্য পূরণ হলে আমেরিকা, রাশিয়া, চীনের সঙ্গে একই সারিতে জায়গা পাবে ভারত।

এ জাতীয় আরও খবর