বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীর যেকোনো স্থানে পৌঁছাবে যে প্লেন মাত্র ৪ ঘণ্টায় (ভিডিও)

4আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটিশ এরোস্পেস ফার্ম রিঅ্যাকশন ইঞ্জিনস লিমিটেড এমন একটি ইঞ্জিন নিয়ে কাজ করছেন যা কিনা একসাথে ৩০০ যাত্রী নিয়ে পৃথিবীর যেকোনো স্থানে পৌঁছাতে পারবে মাত্র ৪ ঘণ্টায়। শুধু তাই নয়, এই ইঞ্জিন দ্বারা এমন প্লেন তৈরি সম্ভব যা কিনা মহাশূন্যেও যাত্রা করতে পারবে।

এই বিশেষ ইঞ্জিন সিস্টেমকে বলা হয় SABRE। এটি একটি প্রি-কুলার প্রযুক্তির সাহায্যে তৈরি ইঞ্জিন যা ইঞ্জিনের ভেতরে আগত ১০০০ ডিগ্রি সেলসিয়াসের গরম বাতাসকে .০১ সেকেন্ডে ঠাণ্ডা করতে সক্ষম। ফলে প্লেনের ভেতরের অক্সিজেনের পরিমাণ সঠিকভাবে বজায় রাখতে পারে। অর্থাৎ ইঞ্জিনটি বর্তমানের সকল শক্তিশালী ইঞ্জিন হতে অধিক পাওয়ারে চলতে পারবে।

রিঅ্যাকশন ইঞ্জিনস কোম্পানির মতে, সাবরে এমন দুটি প্লেন মডেলে ব্যবহার করা হবে যার একটি হচ্ছে ল্যাপক্যাট এ২ যা ব্রাসেলস থেকে সিডনীতে যাত্রী পরিবহন করতে পারবে মাত্র ২-৪ ঘণ্টার মধ্যে। এছাড়া অল্প খরচে মহাশূন্য যাত্রার জন্য স্কাইলন নামের পাইলটবিহীন স্পেস প্লেনে এই ইঞ্জিন ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও বিশেষভাবে তৈরি এসব প্লেনে থাকবেনা কোন জানালা।

রিঅ্যাকশন ইঞ্জিনস প্রতিষ্ঠানটি সাবরে (SABRE) ইঞ্জিনের একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে ২০১৯ সালে।

http://www.youtube.com/watch?v=yLD1TPsEi3E

এ জাতীয় আরও খবর