শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবে যুক্ত হল জিআইএফ ক্রিয়েটর

youtubeআন্তর্জাতিক ডেস্ক :ইউটিউবে ভিডিও হয়তো সবাই দেখেন কিন্তু নিজের মত ভিডিওটিকে লুপের মাঝে ফেলে মজার জিআইএফ ইমেজ তৈরির দারুন সুযোগ হয়তো কখনো পাননি। তবে এই সুযোগটাই নিয়ে এলো ইউটিউব এর নতুন ফিচার জিআইএফ ক্রিয়েটর।

আপনি যে ভিডিওটি দেখছেন তার একটা নির্দিষ্ট অংশ বাছাই করে একে একটা লুপের মধ্যে ফেলতে পারবেন জিআইএফ অর্থাৎ গ্রাফিক্স ইন্টার চেঞ্জ ফরমেট ফাইল ক্রিয়েটর নামের নতুন এই অপশনের সাহায্যে।

জিআইএফ ব্যবহার করার জন্যে ইউটিউবে সাইন ইন করুন। যেকোন একটা ভিডিও খুঁজুন এবং শেয়ার অপশনটি ক্লিক করুন। এম্বেডেড এবং ইমেইল অপশনের পাশেই জিআইএফ অপশনটি দেখতে পাবেন। এখন আপনি একটা স্লাইডার দেখতে পাবেন ফলে আপনি ভিডিওটির যে অংশটুকু লুপের মাঝে ফেলতে চান, সেই অংশ সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ভিডিওটির উপরে কিংবা নিচে লিখতেও পারবেন। যদিও এই ফিচারটি সব ভিডিওর জন্য কার্যকরী নয়। বর্তমানে এটি শুধু PBS Idea Channel videos এর নির্দিষ্ট কিছু ভিডিওর জন্য কার্যকরী।