শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুল থেকে শিক্ষা নিতে হবে

545d3b05dd1ac4dc2b1ad325208f1a94-gakarআন্তর্জাতিক ডেস্ক :মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেই ভুল নিয়ে পড়ে থাকলে চলবে না। ভুল থেকে শিক্ষা নিতে হবে। এ পরামর্শ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। যাঁরা নতুন উদ্যোগ নিচ্ছেন বা প্রতিষ্ঠান দাঁড় করাতে যাচ্ছেন, তাঁদের জন্য সম্প্রতি বিশেষ পরামর্শই দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। এক খবরে জানিয়েছে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার।

১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যালয়ে ফেসবুক ব্যবহারকারীদের মুখোমুখি হয়েছিলেন জাকারবার্গ। সেখানে মঞ্চে দাঁড়িয়ে নতুন উদ্যোক্তাদের সম্পর্কে জাকারবার্গ বলেন, ‘যদি প্রায়ই ভুল হয় তা নিয়ে চিন্তা করার দরকার নেই, বরং এই ভুলগুলো থেকে শিখে নিতে হবে। আসল বিষয়টি হচ্ছে এ ভুলগুলো কীভাবে এড়ানো যাবে এবং কীভাবে তা থেকে শিখতে হবে সেটি।’

জাকারবার্গ বলেন, ‘ফেসবুক তৈরির সময় আমিও অনেক ভুল করেছি। সেই ভুলগুলো থেকেই আমার সবচেয়ে বেশি শিক্ষা হয়েছে।’

তিনি পরামর্শ দেন, ‘সামনে এগিয়ে যান, ভুল নিয়ে চিন্তা করে নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না।’

ওই অনুষ্ঠানে জাকারবার্গ অভিভাবক ও মা-বাবার প্রতিও বেশ কিছু উপদেশ দেন। তিনি বলেন, উঠতি বয়সী কিশোর-কিশোরীদের ফেসবুক ব্যবহার করতে দেওয়ার পক্ষে তিনি। জাকারবার্গ বলেন, ‘আমি আমার সন্তানকে প্রযুক্তি বা ফেসবুক ব্যবহারে নিষেধ করতাম না। অনেক সমাজে উঠতি বয়সী সন্তানের প্রতি এমন অস্বাভাবিক আচরণ করা হয় যেন সে কিছুই করতে পারবে না।’ জাকারবার্গ বলেন, ‘আমার সন্তানকে আমি প্রযুক্তি ব্যবহার করতে দেব। কারণ, বর্তমান দুনিয়ায় জানাশোনা ও দক্ষতা অর্জনের জন্য এটা দরকার।’