বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
ডেস্ক রির্পোট :প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলনে নেপাল ও মালয়েশিয়ায় তাঁর সদ্য সমাপ্ত সরকারি সফরের অর্জন তুলে ধরে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীর বরাত দিয়ে বাসস এ তথ্য জানায়।
শেখ হাসিনা ১৮তম সার্ক সম্মেলনে যোগ দিতে গত ২৫ থেকে ২৮ নভেম্বর নেপালে যান। এরপর ২ থেকে ৪ ডিসেম্বর তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান।