জেএসসি পরীক্ষা বিজয়নগরে শিক্ষক ও ছাত্র বহিস্কার
নিজস্ব প্রতিবেক : আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেএসসি ও জেএসসি পরীক্ষা চলাকালে এক শিক্ষক এবং এক ছাত্র বহিস্কার হয়েছে। নকল সরবরাহের দায়ে শিক্ষক ও নকল করার দায়ে শিক্ষার্থীকে বহিস্কার করেন স্বস্ব কেন্দ্রের কেন্দ্র সচিব। বহিস্কৃত শিক্ষক হলেন, পাঁচগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো. হারুনুর রশিদ ও শিক্ষার্থী হলো, আদমপুর ফাজিল মাদ্রসার মো. রাসেল মিয়া। বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান চৌধুরি এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেএসসি’র কৃষি শিক্ষা পরীক্ষা চলাকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালিদ জামিল খান দাউদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। এ সময় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষক হারুনুর রশিদের কাছে পরীক্ষার একটি প্রশ্নের উত্তর লেখা পাওয়া যায়। অন্যদিকে শ্রীপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি’র বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে নকলের দায়ে বহিস্কার হয় আদমপুর মাদ্রাসার ছাত্র রাসেল মিয়া।