আমি যদি এত টানা সেক্স করি তাহলে খেলতেই পারব না
আন্তর্জাতিক ডেস্ক : বিতর্ক আর মারিও বালোতেলি হাত ধরাধরি করে চলে। মাঠের থেকেও মাঠের বাইরের কীর্তিকলাপের জন্যই লাইমলাইটে থাকেন ‘সুপার মারিও’। তার রঙিন জীবনযাপন সর্বদাই চর্চার বিষয়। এমনকি লিভারপুলের এই স্ট্রাইকারে সম্বন্ধে শোনা যায়, তিনি নাকি প্রতি ম্যাচের আগেই নিজেকে চাঙ্গা রাখার জন্য টানা তিন-চার ঘণ্টা যৌনসঙ্গম করেন। তবে এসবই অপপ্রচার। এমনটাই মন্তব্য বালোতেলির। ফুটবলের ‘ব্যাড বয়’ একটি সাাৎকারে বলেন, ‘আমার সম্বন্ধে সকলেই খারাপ কথাই ভাবে। তাদের ধারণাই তৈরি হয়ে গিয়েছে যে আমি সব সময় মাঠের বাইরের কার্যকলাপের জন্যই খবরের শিরোনামে থাকি। তবে এটা পুরোটাই সংবাদ মাধ্যমের অপপ্রচার। আমার খেলার উপর একটু ফোকাস করলে ভাল হয়। আমি এরকমও শুনতে পাই যে প্রতি ম্যাচের আগেই নাকি আমি টানা তিন-চার ঘণ্টা সেক্স করি। যাতে মাঠে ভাল পারফর্ম করতে পারি। এটা শুনলে হাসিই পায়। আমি যদি এতণ টানা সেক্স করি তাহলে খেলতেই পারব না। শুধু আমি নই,আমার মনে হয় কেউই পারবে না। সত্যি বলতে খেলাতেই মনোযোগ দিতে চাই। আশা করি লিভারপুলের হয়ে আরও বেশি গোল করতে পারব।