রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

৭ম বিডিএফ জাতীয় বিতর্ক্ উৎসব ২০১৪

n D F”জেগে আছি মাথা উঁচু করে” এই শ্লোগানে শুরু হয়েছে প্রাণ ম্যাংগো ৭ম বিডিএফ জাতীয় বিতর্ক উৎসব ২০১৪ সকালে বাংলা একাডেমি মিলনাতনে উৎসব উদ্বোধন করেন,  বিশিষ্টি সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিজয় বাংলা সফটয়্যারের আবিস্কারক মুস্তাফা জব্বার ও বিডিএফ এর বিদায়ী সভাপতি আবদুন নূর তুষার অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশের গণতন্ত্র চর্চায় বাংলাদেশ ডিবেট ফেডারেশন বিগত ২৪ থেকে কাজ করে যাচ্ছে  অনুষ্ঠানে নাসিরউদ্দিন ইউসুফ বলেন, বিতর্কের মাধ্যমে দেশে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে এবং বিতার্কিকরাই ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব দেবে মুস্তাফা জব্বার আশাবাদ জানান, ডিজিটাল বাংলাদেশ গড়বে এই প্রজন্মরে মেধাবীরা একই সাথে বিতর্ক, মেধাবী প্রজন্ম তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে অনুষ্ঠানে বিডিএফ এর বিদায়ী সভাপতি আবদুন নূর তুষার বলেন, বাংলাদেশ ডিবেট ফেডারেশন গত ২৪ বছর ধরে সম্পন্ন মানুষ তৈরি কাজ করে যাচ্ছে অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন বিডিএফ এর সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, বিডিএফ মহাসচিব মাহফুজ মিশু

উদ্বোধনী অনুষ্ঠানের পর সারাদেশের বিডিএফ স্কুল অব ডিবেটের বিতার্কিকদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয় এরপর সারাদেশের বিভিন্ন অঞ্চলের বিতার্কিকদের অংশগ্রহণে আঞ্চলিক ভাষার বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বারোয়ারী বিতর্ক, কালজয়ী বিতর্কসহ সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে 

এ জাতীয় আরও খবর

মা হলে সবাই জানতে পারবেন : মিম

মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন

তিন মাসে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ ও সাফল্য

এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান

শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৫০ জন গ্রেফতার

৩০ ঘণ্টা মহাসড়ক অবরোধ, বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা

দখলের মচ্ছব, বন বিভাগই জানে না বনের সীমানা

বেতন ছাড়া ছাড়বে না মহাসড়ক, গাজীপুরে ৩০ কারখানায় ছুটি ঘোষণা

অক্টোবরে রপ্তানি আয় ২০.৬৫ শতাংশ বেড়েছে

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের

বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহে তিনজনকে মারধর

‘দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে’