শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন জোট এনডিএফ’র আত্মপ্রকাশ

niluবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বের হয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামে আলাদা জোট গঠন করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন জোটের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে শওকত হোসেন নিলু বলেন, ‘আমি ২০ দলীয় জোট ছেড়ে যেতে চাইনি। প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে অংশ নেওয়ার অপরাধে আমাকে এখতিয়ার বহির্ভূতভাবে জোট থেকে বহিষ্কার করা হয়েছে। আত্মপক্ষও সমর্থন করতে দেয়নি। খালেদা জিয়া আমার বুকে বিষ মাখানো ছুরি মেরেছেন।আসলে তিনি নির্বাচনে না যেতে পেরে এলোমেলো হয়ে পড়েছেন।’
এ সময় শেখ হাসিনার অধীনেই আগামীতে এনডিএফ নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দেন তিনি।
সংবাদে সম্মেলনে নবগঠিত জোটের স্টিয়ারিং কমিটিরও নাম ঘোষণা করেন নিলু।
এনডিএফের স্টিয়ারিং কমিটিতে আছেন, শওকত হোসেন নিলু, আলমগীর মজুমদার (চেয়ারম্যান, এনডিপি একাংশ), জোবায়েদা কাদের চৌধুরী (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ মুসলিম লীগ একাংশ), আতিকুল ইসলাম (মহাসচিব, বাংলাদেশ মুসলিম লীগ একাংশ), শেখ আনোয়ারুল হক (চেয়ারম্যান, ন্যাপ-ভাসানী একাংশ), হাসরত খান ভাসানী (মহাসচিব,ন্যাপ-ভাসানী একাংশ), আব্দুল মালেক চৌধুরী (আহ্বায়ক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল) ও বীণা সরকার (সদস্য, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল)।
স্টিয়ারিং কমিটিতে আরও আছেন, সেকেন্দার আলী মনি (চেয়ারম্যান, লেবার পার্টি একাংশ), মো. আকতার হোসেন(মহাসচিব, লেবার পার্টি একাংশ) এম. এ রশীদ প্রধান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইসলামিক পার্টি), এনায়েত হোসেন (মহাসচিব, ইসলামিক পার্টি), আলীনূর রহমান খান সাজু (ভারপ্রাপ্ত মহাসচিব, এনডিপি একাংশ), আব্দুল হাই মন্ডল (মহাসচিব, এনপিপি একাংশ), শহীদ চৌধুরী (চেয়ারম্যান, ইনসাফ পার্টি), মো. মহী উদ্দিন (মহাসচিব, ইনসাফ পার্টি), পারভীন নাসের ভাসানী (চেয়ারম্যান, তৃণমূল ন্যাপ-ভাসানী), মমতাজ চৌধুরী (চেয়ারম্যান, ভাসানী ফ্রন্ট) ও মিজানুন রহমান (মহাসচিব, ভাসানী ফ্রন্ট) ।

 

এ জাতীয় আরও খবর