বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

iccইংল্যান্ডের মাটিতে টানা দুই জয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ভারত। তবে জিম্বাবুয়ের কাছে ত্রি-দেশীয় সিরিজে হেরে র‌্যাঙ্কিংয়ের অবনতি হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হওয়ার আগে মাইকেল ক্লার্করা ভারতের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে ছিল।

র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

তবে র‌্যাঙ্কিংয়ের প্রথম চারটি দলের রেটিং পয়েন্টের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সর্বোচ্চ ১১৪ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৩। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ১১১ হলেও শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।

তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সামনে এখনো শীর্ষে ফেরার সুযোগ রয়েছে। যদি দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজের অবশিষ্ট দুই ম্যাচ এবং ফাইনালে জয়লাভ করে তবে তারা শীর্ষস্থান পুনর্দখল করবে। তখন ভারত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের অবশিষ্ট দুই জিততেও তারা র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকবে।

এদিকে অস্ট্রেলিয়ার সামনেও সুযোগ রয়েছে শীর্ষস্থান দখল করার। যদি অসিরা ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে গিয়েও জয়লাভ করতে পারে। তবে এক্ষেত্রে ভারতকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের অবশিষ্ট দুই ম্যাচের কমপক্ষে একটি ম্যাচ হারতে হবে।

তবে ভারত যদি ইংল্যান্ডকে সিরিজের অপর দুই ম্যাচে হারাতে পারে এবং দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তবে ধোনিদের শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ

তীব্র গরমে মরছে মুরগি, বিপাকে খামারিরা

উপজেলা ভোটে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ

চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ