শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা

Election comm-2আবু কামাল খন্দকার : নবীনগর পৌরসভা ১৯৯৯সালের ১২ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা হওয়ার ১৫ বছর পর এই প্রথমবারের মত গতকাল রোববার দুপুরে নির্বাচনের তফছিল ঘোষনা করা হয়। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন রবিবার (৩১/৮) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষনা করেন। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপুজার মহাসপ্তমীর দিন নির্বাচনের তারিখ ঘোষনা করায় এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছে। নির্বাচন আগ-পিছ করার দাবী জানিয়েছেন। 
 নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, বাছাই ৭ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। প্রথম শ্রেনীর নবীনগর পৌরসভার ২২বর্গ-কিলোমিটার এলাকার ৯ টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ১০৩টি বুথ কক্ষে মোট ৩০,২৭০জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪,৫৭৮জন ও মহিলা ভোটার ১৫৬৭৮জন। গতকাল এ প্রজ্ঞাপনের কপি নবীনগর এসে পৌছলে সম্বাভ্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে যায়।