শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন ও ভারত সীমান্তে ফের উত্তেজনা

india chinaচীন ও ভারত সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আকাশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত। চীনা জেট বিমান, হেলিকপ্টার ও ড্রোনের (চালকবিহীন বিমান) মোকাবিলা করতেই এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, সীমান্তে ছয়টি আকাশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বিমান বাহিনী (আইএএফ)।

আকাশ ক্ষেপণাস্ত্র যে কোনও আবহাওয়ায় ২৫ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারত মনে করছে, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে চীনের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের আসল উদ্দেশ্য নিয়ে ভারতের সন্দেহ ক্রমেই বাড়ছে। চীনা জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোনের অনুপ্রবেশ মোকাবিলায় এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

কিছু দিন আগেই ভারত সরকার তেজপুর ও চাবু সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন করেছে।

চীনের সঙ্গে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি নামে পরিচিত ভারতের ৪ হাজার ৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে

এ জাতীয় আরও খবর